সঠিক উপায়ে আপনার কানের ময়লা পরিষ্কার করুন
- ওমেন্সকর্নার ডেস্ক
- মার্চ ২৫, ২০১৮
কান আমাদের দেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। আমাদের দেহের এই কান যেহেতু বাইরের অংশে অবস্থিত, স্বাভাবিক ভাবেই এখানে অনেক ময়লা জীবাণুর সংক্রমণ তৈরি হয়। তাছাড়া যেহেতু আমরা সবসময়ই বাইরে যাই তাই দেহের ত্বক, মুখের ত্বকের মতো কানের ভেতরেও ময়লা গিয়ে থাকে। আমরা হয়তো তা খুব বেশি গুরুত্ব দেইনা, মাঝে মাঝে শুধু কটনবাড নিয়ে কান পরিষ্কার করে থাকি। এইভাবে কিন্তু পুরো কান পরিষ্কার হয়না। কানের ভিতরের ভেজা ভাবটা হয়তো চলে যায় কিন্তু সঠিক ভাবে পরিষ্কার করতেও কিছু উপায় আছে। যা আপনি ঘরে বসেই করতে পারেন। লবণ পানি হল ঘরোয়া উপায়ে কান পরিষ্কার করার সবচেয়ে সহজ উপায়। এটা কানের ময়লাকে নরম করে এবং সহজেই পরিষ্কার হয়ে যায়।
১। প্রথমে হালকা কুসুম গরম পানির সাথে পরিমাণ মতো লবণ মিশিয়ে নিন। এবং পানির সাথে একেবারে মিশে যেতে দিন।
২। একটি তুলার টুকরো নিয়ে তা লবণ পানি সামান্য দিয়ে নিন।
৩। তারপর মাথা এক পাশে কাত করে কান থেকে একটু দুরুত্ব রেখে তুলো থেকে চিপে পানি কানে দিয়ে নিন যেন আস্তে আস্তে কানের ভেতরে পানি যায়।
৪। মাথা কাত করা অবস্থায় ৫ মিনিট থাকুন।
৫। এরপর কটনবাড বা কান পরিষ্কার করার এক ধরণের কিট পাওয়া যায় তা দিয়ে আস্তে আস্তে কানের ভিতরটা পরিষ্কার করে ফেলুন।
৬। একই ভাবে পাশের অন্য পাশের কানেও করুন।
কানের ময়লা পরিষ্কার করতে আপনি ব্যবহার করতে পারেন বেবি অয়েল।
১। বেবি অয়েল হাতে নিয়ে ২ কানে ভাল মতো লাগিয়ে নিন।
২। তারপর কয়েক ফোঁটা তেল আস্তে আস্তে কানের ভিতরে দিয়ে দিন।
৩। কিছুক্ষণ পরে কটনবাড বা কান পরিষ্কার করার কিট দিয়ে কান পরিষ্কার করে ফেলুন।
কানের ময়লা পরিষ্কার করার অন্যতম সহজ উপায় হল অলিভ অয়েল। অলিভ অয়েলের কারণে কানের ময়লা নরম হয় এবং সহজে পরিষ্কার করা যায়।
১। সামান্য অলিভ অয়েল নিয়ে গরম করে নিন।
২। একটি ড্রপারে গরম তেল ভরে ২ কানের ভিতরে দিয়ে নিন।
৩। ১০ মিনিট অপেক্ষা করুন কানের ভিতরের ময়লা নরম হতে।
৪। এরপর কটনবাড বা কান পরিষ্কার করার কিট দিয়ে কান পরিষ্কার করে নিন।
তথ্য এবং ছবি : গুগল