বাচ্চাদের উপর মোবাইল ফোনের প্রভাব
- রেজবুল ইসলাম
- এপ্রিল ২২, ২০১৮
এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম এর দৌলতে খুব সহজে মানুষের কাছে স্মার্ট ফোন পৌছে গেছে। বাচ্চা, বৃদ্ধা সবাই এখন ফোনের কাছে কাবু। বিশেষ করে মোবাইল ফোনের বিভিন্ন গেমস বাচ্চাদের বেশি আকৃষ্ট করে। এছাড়াও ভিভিন্ন কার্টুন ভিডিও বাচ্চাদের বেশি আকৃষ্ট করে। সব কিছুর মতো এর প্রভাবও পড়ে বাচ্চাদের উপর।
স্বাস্থ্যের ওপর প্রভাব :
• ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশান অনুসারে শিশু সহ সেলফোন ব্যবহারকারীদের ক্ষেত্রে স্বাস্থ্য সংক্রান্ত নুন্যতম ঝুঁকি আনে। যদিও, গবেষণা ইঙ্গিত দিয়েছে, যে সেলফোন মস্তিষ্কের জীববিদ্যাকে প্রভাবিত করার ফলে ভালো থাকার অনুভূতি কমে যায়।
• সেলফোনের অতিরিক্ত ব্যবহার থেকে ঘুমের ব্যঘাত, অবসাদ ও অস্থিরতা হয়।
পড়াশুনায় প্রভাব :
• আজকাল শিশুরা স্মার্টফোনের প্রতি যথেষ্ট আসক্ত হয়ে উঠেছে। তারা অনেকক্ষণ সময় গেমস এবং চ্যাটিং কিংবা সোশ্যাল মিডিয়ার পেছনে ব্যয় করে। সেলফোনের সাথে অতিরিক্ত জড়িত থাকার ফলে অপ্রয়োজনীয় জিনিষের ওপর নজর পড়ে ও পড়াশুনোর ক্ষতি হয়।
• সাইন্স ডেইলি ওয়েবসাইটের সমীক্ষা অনুযায়ী সেলফোন ছাড়া শিশুদের মধ্যে বিচ্যুতির হার ৫০% পর্যন্ত কমেছে।
পথঘাটের বিপদ :
• গবেষণা অনুসারে, সেলফোন হাতে রাস্তা পারাপারের সময়ে গাড়ি দূর্ঘটনার মুখোমুখি হতে পারার সম্ভবনা থাকে।
ব্যবহারিক অসঙ্গতি:
• সেলফোন ব্যবহার করার ফলে শিশুরা সঠিক ব্যবহার করে না।
• টেক্সট করা ও অনুপযুক্ত ছবি পাঠানোটার সমস্যা কিশোর-কিশোরীদের মধ্যে বেড়ে যাচ্ছে। ছবি ভুল হাতে যেতে পারে, অপরিচিত কাউকে কারোর ব্যক্তিগত ছবি দেখার অধিকার দেওয়া হয়।
• শিশুরা সেলফোন থেকে পর্ণগ্রাফি সাইট দেখতে পারে এবং ভুল পথে চালিত হতে পারে ও অনেকভুল ধারন তৈরি হতে পারে।
বাবা-মায়ের জন্য বার্তা :
• শিশুরা মাটির ডেলার মতন এবং খুব সহজেই ছাঁচে ফেলা যায়। আপনাকে শুধু নজরে রাখতে হবে, অল্পবয়সে ওদের হাতে সেলফোন দেবেন না। একান্তই যদি দিতে হয় তাহলে শুধু ফোনকল ও মেসেজ করার মতন একটা সাধারন সেট দেবেন এবং একইসাথে তারা যখন বাড়িতে থাকবে না তখন।
• ওদের সব ফোনকল ও মেসেজের হিসেব রাখুন। অন্যদিকে, স্কুল কিংবা কোচিং সেন্টারের যোগাযোগের নম্বর রাখুন এবং শিশুকে নিজের নম্বর দিয়ে রাখুন যাতে দুজনে দুজনের সাথে যোগাযোগ রাখতে পারেন।