![প্রেশার ১২০/৬০ আছে এখন। এ অবস্থায় কি প্রি একলামসিয়া হতে পারে? প্রেশার ১২০/৬০ আছে এখন। এ অবস্থায় কি প্রি একলামসিয়া হতে পারে?](https://www.womenscorner.com.bd/media/imgAll/2017October/boro-alter-20180426092326.jpg)
প্রেশার ১২০/৬০ আছে এখন। এ অবস্থায় কি প্রি একলামসিয়া হতে পারে?
- তাসফিয়া আমিন
- এপ্রিল ২৬, ২০১৮
প্রশ্ন : আমার ৮মাস চলছে।প্রেশার ১২০/৬০ আছে এখন। এ অবস্থায় কি প্রি একলামসিয়া হতে পারে?
উত্তর: প্রেগন্যান্সিতে কিছু বিষয় খেয়াল রাখতে হয় যেমন শরীর এ রক্ত কম না বেশি? গ্লুকোজ সঠিক মাত্রায় আছে কিনা? ব্লাড প্রেসার ঠিক আছে কিনা? প্রি এক্লামসিয়া প্রেগন্যান্সিতে ইমারজেন্সি অবস্থা। যদি ব্লাড প্রেসার বেশি থাকে যেমন উপরের প্রেসার ১৪০ বা এর উপরে এবং নিচের প্রেসার ১০০ বা এর উপরে, যদি চোখে ঝাপসা দেখেন, মাথা ঘুরায়। এইসব দেখা দিলে সাথে সাথে গাইনী বিষেশজ্ঞ এর সাথে অথবা হাসপাতাল এ যোগাযোগ করতে হবে। ব্লাড প্রেসার ১২০/৬০ ভাল আছে। এইটা প্রি এক্লামসিয়া না। নিয়মিত পুষ্টিকর খাবার খাবেন এবং প্রচুর পানি খাবেন। নিয়মিত ব্লাড প্রেসার, ওজন, রক্তের গ্লুকোজ চেক করবেন।