শিশুর সিস্টিক হাইগ্রোমা

  • রেজবুল ইসলাম
  • মে ৬, ২০১৮

জন্মের সময় অথবা এর পরপরই অনেক সময় শিশুর গলার একপাশ জুড়ে বিশাল অংশ ফুলে থাকতে দেখা যায়। হাল্কা তুলতুলে নরম, ভেতরে পানি পানি ভরা এই টিউমারটির নাম সিস্টিক হাইগ্রোমা। সিনস্টিক হিম্রোমা অস্বাভাবিক বৃদ্ধি যা সাধারণত শিশুটির ঘাড় বা মাথাতে প্রদর্শিত হয়.একটি এক বা একাধিক স্নায়ু গঠিত এবং সময়ের সাথে বৃহত্তর প্রবণতা দেখা দেয়.এই ব্যাধি প্রায়ই গর্ভের সময় বিকাশ করে। তবে, একটি সিন্স্টিক হাইগ্রোমা জন্মের পরেও প্রদর্শিত হতে পারে।

এটা আসলে তেমন কোনো টিউমার নয়, বাচ্চাদের গলার লসিকা থলির বেশ কিছু অংশ অস্বাভাবিক ভাবে রয়ে যাবার কারনেই এমনটি হতে পারে। শিশুটি যখন কান্না করে অথবা হাল্কা কাশি দেয় গলার এই ফোলা অংশটি তখন আরো অনেক বড় হয়ে যায় এবং বাবা-মা এতে বেশ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। ফোলা বড় হয়ে শিশুটির শ্বাস কষ্ট হলে বাবা-মার ভয়ের পরিমান আরো বাড়তে থাকে। এই নিয়ে দুঃশ্চিন্তা না করে তাদের উচিত একজন অভিজ্ঞ শিশু সার্জন এর সাথে যোগাযোগ করা। কারণ সার্জারিই হচ্ছে এর একমাত্র চিকিৎসা। অনেকে ইঞ্জেকশনের মাধ্যমে একে কমিয়ে রাখার পরামর্শ দিয়ে থাকেন, তবে এর ফলে রোগটি আরো জটিল হতে পারে এবং পরবর্তীতে অপারেশন করা দুরূহ হয়ে উঠতে পারে।

আর/এস 
 

Leave a Comment