নখ কাটলে ব্যাথা লাগে না কেন?

  • তানজিলা আক্তার
  • মে ৮, ২০১৮

আমাদের শরীরে একটি অংশ নখ। চার হাত-পা মিলিয়ে বিশটি নখ রয়েছে। একটা নির্দিষ্ট সময় ধরে নখ বড় হয়, তারপর আমরা নখ কেটে ফেলি বা কেউ কেউ ছোট করে ডিজাইন করে কেটে নখের ডিজাইন করি।

নখ কাটলে আমরা কোনো ব্যাথা অনুভব করিনা। আচ্ছা যদি নখ কাটলে ব্যাথা লাগতো তাহলে কি হতো? আমরা কেউ সহজে নখ কাটতাম না, আমাদের নখ অনেক বড় হয়ে যেতো, আমাদের চলতে, খেতে সবকিছুতে সমস্যা হয়ে যেতো।। নখ মৃত কোষের সমন্বয়ে গঠিত হয়, যার ফলে নখ কাটলে কোনো ব্যাথা অনুভূত হয় না। নখ জন্মায় চামড়া থেকে। কেরাটিন নামক এক মৃত প্রোটিন রয়েছে, যা দিয়ে নখ তৈরী হয়। নখের নিচের চামড়া শরীরের অন্য চামড়ার মতোই। তবে ঐ চামড়ায় রয়েছে একপ্রকার নমনীয় তন্তু যা নখকে তার নিজের স্থানে ধরে রাখে।

নখ খুব হালকা থাকে। পুষ্টির অভাব অর্থাৎ ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম কম থাকলে নখ সুন্দর থাকে না। নখে পচন ধরে। নখ পুড়ে গেলে সারাজীবনের জন্যে নষ্ট হয়ে যায়।

মানুষের মতো জীবজন্তুরও নখ রয়েছে। শিম্পাঞ্জী আর বানরের নখ হুবুহু মানুষের মতোই। নখ খুব ভালো কিছু না। নখ যেমন কাজে লাগে তেমন নখের আঁচড়ে ইনফেকশনও হতে পারে। আজকাল সবাইকে দেখি নখ বড় রাখে ফ্যাশনের জন্যে, যা মোটেও ঠিক না। নখ বিষাক্ত বলেই বিশেষজ্ঞরা নখ সাতদিন পরপর কেটে ফেলতে বলেন।

আর/এস 

Leave a Comment