ফ্যাটি লিভার ডিজিস এর লক্ষণ জানুন

  • ওমেন্সকর্নার ডেস্ক
  • জুলাই ৪, ২০১৮

ফ্যাটি লিভার ডিজিস কী?
লিভার ৫ শতাংশ পর্যন্ত চর্বি দাহ্য করতে পারে।  লিভারে যদি ৫ শতাংশের বেশি চর্বি জমে থাকে, এটা ধীরে ধীরে ফ্যাটি লিভারে রূপান্তর হয়। এই লিভারে চর্বি জমে যখন লিভারের কার্যক্ষমতা কিছুটা নষ্ট করে দেয়, তখন লিভার এনজাইমগুলো বেশি হয়ে যায়। তখন একে বলি আমরা স্ট্যাটু হেপাটাইটিস। এই স্ট্যাটু হেপাটাইটিস দুই রকমের রয়েছে। অ্যালকোহলিক হতে পারে, নন-অ্যালকোহলিক হতে পারে। পশ্চিমা বিশ্বের ক্ষেত্রে অ্যালকোহলিক হেপাটাইটিস খুব গুরুত্বপূর্ণ। আমাদের দেশে নন-অ্যালকোহলিক।

লক্ষণঃ
স্থূল ব্যক্তি, একটু মোটা, তারাই ফ্যাটি লিভার নিয়ে আসতে পারে। কিছু কিছু রোগীর লিভার এনজাইমগুলো বেশি। সরাসরি এটি কোনো লক্ষণ বা উপসর্গ নিয়ে আসে না। যখন  তার লিভার ফাংশন পরিবর্তন হয়ে যাচ্ছে, তখনই ডাক্তার দেখেন তার ফ্যাটি লিভার রয়েছে কি না।

আর/এস 

Leave a Comment