হাত বা কব্জি ভাঙলে করণীয়

  • ওমেন্সকর্নার ডেস্ক
  • জুলাই ৪, ২০১৮

কনুই থেকে কব্জি পর্যন্ত দুটো হাড় থাকে। রেডিয়াস ও আলনা। এই দুটো হাড় পৃথকভাবে কিংবা একত্রে ভাঙতে পারে। হাত ভাঙলে কিংবা কব্জি ভাঙলে প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে একই রকম ব্যবস্থা নেওয়া হয় :

- হাত ও কব্জি স্বাভাবিক অবস্থানে রেখে করতালুর নিচে প্যাড বা তুলার বল রাখুন।

- ভাঙা হাতটিকে অনড় রাখার জন্য আঙুলের ডগা থেকে কনুই অবধি স্প্লিন্টার বা কাপড়ের পেঁচানো কাঠের পাত স্থাপন করুন।

- গজ বা ফিতে দিয়ে স্লিন্টারটিকে হাতের সঙ্গে বাঁধুন। বাঁধনটি যেন ভাঙা অংশের ঠিক ওপরে না পড়ে।

- এবার কনুইটিকে একটু ওপরে তুলে মোটা কাপড় দিয়ে হাতটিকে গলার সঙ্গে ঝুলিয়ে দিন। খেয়াল রাখবেন যেন বুড়ো আঙুলটা সব সময় উপরের দিকে থাকে।

- রোগীকে অতঃপর হাসপাতালে নিয়ে যান।   

আর/এস 

Leave a Comment