মেনোপজ হওয়ার পর রক্তস্রাব, কারণ কী?

  • ওমেন্সকর্নার ডেস্ক
  • জুলাই ৫, ২০১৮

মেনোপজ কী?

একটা বয়সের পরে মেয়েদের ঋতুচক্র বরাবরের মতো বন্ধ হয়ে যায়৷ ঋতুচক্রের বন্ধ হয়ে যাওয়াকেই মেনোপজ বলা হয়৷

যখন নারীদের ক্ষেত্রে তার ঋতুস্রাব আর হচ্ছে না, ওই পর্যায়ে গিয়ে তার স্বাভাবিকভাবে রক্ত যাওয়ার কথা নয়, এরপরও কখনো হঠাৎ যদি যায় একে পোস্ট মেনোপোজাল ব্লিডিং বলা হয়। মানে যার ঋতুস্রাব বন্ধ হয়ে গিয়েছে বা প্রতিষ্ঠিত যে তার আর ঋতুস্রাব হচ্ছে না, এক/দুই বছর ধরে, তবে হঠাৎ তার রক্তস্রাব শুরু হলো, এটা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ।

কারণ, পোস্ট মেনোপোজাল ব্লিডিং অ্যান্ড্রোমেট্রিয়াল কারসিনোমার একটি বড় কারণ। সে ক্ষেত্রে  অ্যান্ড্রোমেট্রিয়াল কারসিনোমা নির্ণয় করতে হবে। এটা অ্যাট্রোপিক অ্যান্ড্রোমেটাইটিস থেকেও হতে পারে। অ্যাট্রোপিক অ্যান্ড্রোমেট্রাইটিস হতে পারে। এটা কিন্তু ক্যানসার নয়। সব ক্ষেত্রে ঘাবড়ে যাব না আমরা। সবারই ক্যানসার নয়, তবে কারো কারো হওয়ার ঝুঁকি রয়েছে, তাই পোস্ট মেনোপোজাল ব্লিডিং যেটি একে আলাদা গুরুত্ব দিয়ে দেখা দরকার। আর মেনোপোজের আগেও কিন্তু এই সমস্যাটি দেখা দিতে পারে। এই ক্ষেত্রে আসলে অনেকে ধারাটা কমে আসে। অথবা চক্রটা অনিয়মিত হয়। অনেক দিন পর পর হয়। কিন্তু কারো কারো ক্ষেত্রে মেনোরেজিয়া হতে পারে।

আর/এস 

Leave a Comment