জরায়ুমুখের ক্যানসারের লক্ষণগুলো কী?
- ওমেন্সকর্নার ডেস্ক
- জুলাই ৫, ২০১৮
নারীর যে প্রজননতন্ত্র, আমরা যাকে বলি ইউটেরাস, এর শেষে একটি অংশ থাকে, যেটা যোনিপথে এসে খুলে। একে আমরা জরায়ুমুখ বলি। এটি বাইরে থেকেই দেখা যায়। সেই মুখের যে ক্যানসার, একে বলা হয় জরায়ুমুখের ক্যানসার।আমাদের দেশে ঝুঁকিগুলো বেশি। যাদের অল্প বয়সে বিয়ে হয়ে যায়, তাদের জরায়ুমুখের ক্যানসারের আশঙ্কা থাকে।
কারণ:
মূল কারণ না জানা গেলেও নিম্নোক্ত রিক্স ফ্যাক্টরসমূহকে জরায়ু ক্যান্সারের জন্য দায়ী বলে মনে করা হয়-
- ২টি বয়সে বেশি দেখা যায়৷ ৩৫ বছরে এবং ৫০-৫৫ বছরে৷
- অল্প বয়সে বিয়ে হলে (১৮বছরের নিচে) বা যৌন মিলন করে থাকলে।
- ২০বছরের নিচে গর্ভধারণ ও মা হওয়া।
- অধিক ও ঘনঘন সন্তান প্রসব।
- বহুগামিতা।
- স্বাস্থ্য সচেতনতার অভাব এবং জননাঙ্গের অপরিচ্ছন্ন অবস্থা।
- বিভিন্ন রোগ জীবাণু দ্বারা জরায়ু বারে বারে আক্রান্ত হলেও জরায়ু ক্যান্সারের সম্ভাবনা বেশি থাকে, যেমন - হারপিস সিমপ্লেক্স ভাইরাস এবং হিউম্যান প্যাপিলোমা ভাইরাস।
আর/এস