ফর্মুলা মিল্কে কি বাচ্চার অ্যালার্জি হতে পারে?

  • তাসফিয়া আমিন
  • জুলাই ৬, ২০১৮

যদি আপনার মনে হয় যে আপনার বাচ্চার ফর্মুলা মিল্কে এলার্জি আছে, তাহলে চিকিৎসকের সঙ্গে কথা বলুন। তিনি আপনাকে বিশেষ ধরনের পানি বিশিষ্ট (hydrolised) প্রোটিনের ফর্মুলা খাওয়ানোর পরামর্শ দিতে পারেন।

কিছু ফর্মুলা মিল্ক আছে যেগুলো এলার্জি তৈরি করে না (hypoallergenic) বলে গায়ে লেখা থাকে, কিন্তু যেসব শিশুর গরুর দুধে অ্যালার্জি আছে তাদের সেগুলোতেও এলার্জি হতে পারে । এলার্জি ঝুঁকিমুক্ত বা সয়া দিয়ে তৈরি ফর্মুলা মিল্ক খাওয়ানোর আগে ডাক্তারের সাথে কথা বলে নিন, কারণ গরুর দুধে অ্যালার্জি থাকলে সয়াতেও অ্যালার্জি থাকার সম্ভাবনা আছে।

আর/এস 

Leave a Comment