কেন হয় শুকনো কাশি ?
- রেজবুল ইসলাম
- জুলাই ৯, ২০১৮
অনেক রকম এমন হয় যে, কোন রকম উপসর্গ ছাড়াই খুশখুশে কাশি লেগে আছে। জ্বর নেই, কফ বের হওয়া নেই, বুকে ঘড়ঘড় নেই—কিন্তু যখন-তখন খুক খুক কাশি। বিরক্তিকর ও যন্ত্রণাদায়ক একটি ব্যাপার। একে বলা হয় ড্রাই কফ বা শুকনো কাশি।
মাঝে মাঝে অ্যালার্জির কারণে এমন হতে পারে। এমন কোন জিনিস যদি ঘরে মধ্যে থাকে যা অ্যালার্জি বাড়াতে পারে যেমনঃ ধুলোমাখা কার্পেট, আলো-বাতাসহীন ভাপসা ঘর, এমনকি পোষা প্রাণী, পাখি বা ফুলগাছের রেণু।
ঘরমে ঘরে অনেকে এসি ব্যবহার করে থাকে। এসি সবার শরীর সহ্য করতে পারেনা। তাই এসির কারণেও হতে পারে এমন।
বংশীয় ভাবে যদি কারো হাঁপানি রোগ থাকে। একধরনের হাঁপানিই আছে, যেখানে শ্বাসকষ্ট না হয়ে স্রেফ খক খক কাশি দেখা যায়; একে বলে কফ ভ্যারিয়েন্ট অ্যাজমা। নিয়মিত ধূমপানের ফলেও হতে পারে ড্রাই কফ। আর ড্রাই কফ যদি হয় সে ক্ষেত্রে অবশ্যই ধূমপান পরিহার করা উচিত।
আর/এস