বাচ্চাকে এলার্জি মুক্ত রাখতে আপনার যা করণীয় !
- ওমেন্সকর্নার ডেস্ক
- নভেম্বর ২৮, ২০১৭
আপনার ছোট সোনামণির এলার্জি হওয়া অতি স্বাভাবিক ঘটনা। বৈজ্ঞানিক মতবাদ অনুসারে, এলার্জি এমন একটি প্রক্রিয়া যা রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় করে। কিন্তু অনেক বাচ্চায় আবার এলার্জির দ্বারা সমস্যাগ্রস্থ হতে পারে। আপনার ছোট্ট সোনামণিকে এলার্জি মুক্ত রাখতে আপনাকে অনেক বেশি সচেতন হতে হবে। বাচ্চাকে এলার্জি মুক্ত রাখতে আপনার যা যা করণীয় সে বিষয়গুলো একটু জেনে নিন -
(১) বাচ্চাদের র্যাশ, চোখ দিয়ে পানি পড়া, নাক দিয়ে সর্দি পড়া, হাঁচি আসা মূলত এলার্জি। আবার এলার্জির মাত্রা যদি অত্যাধিক হয় তবে তা জটিলতার সৃষ্টি করে বাচ্চাদের জীবননাশেরও কারণ হতে পারে!
(২) অনেক সময় পরিবারের সদস্যদের কিছু বিশেষ প্রকারের এলার্জি থাকতে পারে যা বাচ্চাকেও আক্রান্ত করতে পারে। এমন হলে বাচ্চাকে অবশ্যই ডাক্তার দেখাবেন।
(৩) বাচ্চার এলার্জি হলে আপনি নিজে থেকে কিছু করার চেষ্টা করবেন না। প্রথমে ডাক্তারের সাথে পরামর্শ করবেন। পরিবারের অন্যান্য সদস্যদের এলার্জি আছে কিনা জানাবেন। পাশাপাশি কোন কোন ধরনের ঔষধ অনুসরণ করতেন তা জানাবেন। এতে বাচ্চার কষ্ট কম হবে।
(৪) এলার্জির লক্ষণ অনেক দ্রুত প্রকাশ পায়। যদি মনে হয় আপনার শিশুর গত কয়েকদিন থেকে চোখ দিয়ে পানি আসে, নাক দিয়ে সর্দি ঝরে তাহলে বাচ্চার শরীরের এমন পরিবর্তনকে নজর রাখবেন।
(৫) যদি বাচ্চার এলার্জির জন্য ডাক্তার কোন ঔষধ দেয় তা যথাযথভাবে প্রয়োগ করবেন। ডাক্তারের পরামর্শ অনুসরণ করবেন।
(৬) বাচ্চার রুম প্রতিদিন ভালভাবে পরিষ্কার করবেন। বাচ্চার খেলাধূলা ও শোয়ার স্থান পরিষ্কার রাখবেন।
(৭) গন্ধযুক্ত স্থান পরিহার করবেন। বাচ্চার ঘরে আলো বাতাস প্রবেশের সুযোগ রাখবেন।
(৮) ঘরের আর্দ্রতা সঠিক রাখবেন। দরজা খোলা রাখবেন।
(৯) পোষাপ্রাণিকে বাচ্চার বিছানায় উঠতে না দেয়াই ভাল।
তথ্য এবং ছবি : গুগল