গর্ভাবস্থায় নাভিতে ব্যাথা কেন হয়?
- ওমেন্সকর্নার ডেস্ক
- আগস্ট ১২, ২০১৮
যতো দিন যায় পেটের বাচ্চা আস্তে আস্তে বড় হতে থাকে। বাচ্চা বড় হওয়ার সাথে সাথে মায়ের পেটের চামড়া ও পেশী প্রসারিত হতে থাকে। এসময় এই প্রসারণের কারণে মায়ের নাভিতে ব্যাথা হতে পারে। নাভির হার্নিয়া হতে পারে যদি পেটের ভেতরের দিক থেকে অতিরিক্ত চাপ থাকে। যাদের গর্ভে যমজ বাচ্চা থাকে বা যাদের ওজন বেশী থাকে তাদের ক্ষেত্রে এমনটা হওয়ার ঝুঁকি থাকে। নাভির হার্নিয়া হলে নাভিতে ব্যাথার সাথে সাথে নাভির চারপাশ ফুলে যাওয়া, বমি হওয়া ইত্যাদি লক্ষণ দেখা দিতে পারে।
অন্ত্রের কোন সংক্রমণের কারণেও গর্ভাবস্থায় নাভিতে ব্যাথা হতে পারে। এ ধরনের সংক্রমণের লক্ষণগুলো হলো – পেটে এবং নাভির আসেপাশে তীক্ষ্ণ ব্যাথা, বমি বমি ভাব বা বমি, ডায়রিয়া, জ্বর ইত্যাদি। নাভিতে ব্যাথার সাথে সাথে এসব লক্ষণ দেখা দিলে দ্রুত ডাক্তারকে জানাতে হবে।
আর/এস