শিশুদের রিকেটস রোগের উপসর্গ
- ওমেন্সকর্নার ডেস্ক
- আগস্ট ১৫, ২০১৮
বাড়ন্ত বয়সে শিশুদের ‘ভিটামিন ডি’ এর অভাবে হাড় ভেঙে যাওয়া, বেঁকে যাওয়াসহ যে সমস্ত সমস্যার সৃষ্টি হয় তাকে রিকেটস বলা হয়। সাধারণত ৬ মাস থেকে ২ বৎসর বয়সের শিশুদের রিকেটস হয়।
শরীরের হাড়গুলো গঠনের জন্য ক্যালসিয়াম এবং ফসফেট অত্যন্ত প্রয়োজনীয় উপাদান। খাবারের মাধ্যমে এই দুই উপাদান যখন স্মল ইনটেসটাইনে (ক্ষুদ্রান্ত) আসে তখন ভিটামিন-ডি এই উপাদানগুলোকে শোষণ করে রক্তে নিয়ে আসে এবং পরবর্তীতে হাড় গঠনে সহায়তা করে এবং হাড়কে মজবুত করে। ভিটামিন-ডি এর অভাবে পুরো প্রক্রিয়াটি বাধাপ্রাপ্ত হয়ে রিকেটস দেখা দেয়।
কী কী উপসর্গ থাকে?
- আকৃতিতে ছোট হওয়া।
- পেট বড় হয়ে যাওয়া
- মাংসপেশি দুর্বল হয়ে যাওয়া
- মাথা বাক্সের মতো বর্গাকৃতি হয়ে যাওয়া
- দেরি করে দাঁত ওঠা
- দাঁতে ক্ষয়রোগ দেখা দেওয়া
- দাঁতের ওপরের শক্ত আবরণ ঠিকমতো তৈরি না হওয়া
- বুকের গঠনে বিকৃতি
- মেরুদণ্ডের বিকৃতি
আর/এস