সাবধান হোন স্কার্ভি থেকে
- ওমেন্সকর্নার ডেস্ক
- আগস্ট ১৫, ২০১৮
স্কার্ভি দাঁতের মাঢ়ির খুব পরিচিত একটি রোগ। সাধারণত শরীরে ভিটামিন ‘সি’-এর অভাবে স্কার্ভি রোগ হয়। তবে এটিই একমাত্র কারণ নয়। অন্যান্য ভিটামিন এবং মিনারেলের অভাবও এর কারণ হতে পারে বলে জানান অট্রেলিয়ার বিশেষজ্ঞরা।
এতে ডায়াবেটিস রোগীর ক্ষতও অনেকটা উপসম হয়েছে বলে দাবি করেন ডায়াবেটিস, স্থূলতা এবং এন্ডক্রিনলোজি ওয়েস্টমন্ড ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের প্রধান অধ্যাপক জেনি গানটন। তিনি বলেন, দেখা গেছে এখানে বাইরে থেকে আসা সাত রোগীর মধ্যে ভিটামিন সি এর ঘাটতি ছিল। তাই স্কার্ভি শুরুতেই ধরা পড়লে জটিল আকার ধারণ করে না।
আন্তর্জাতিক জার্নাল ডায়াবেটিক মেডিসিনেও এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যেমন :
- প্রাথমিক অবস্থায় স্কার্ভির কারণে ব্যক্তি অসুস্থবোধ করে এবং ঘুমের সমস্যায় ভোগে।
- ত্বকে লাল দাগের সৃষ্টি হয়, মাঢ়িতে ছিদ্র দেখা যায় এবং মিউকাস মেমব্রেন থেকে রক্ত পড়ে।
- ক্ষতস্থানে পুজ জমা হয়, দাঁত পড়ে যায়, জণ্ডিস, জ্বর, নিউরোপ্যাথি হয়।
- এতে তারাই আক্রান্ত হয় যার বাইরে থাকেন এবং স্বাস্থ্যকর খাবার খান না।
- ডায়বেটিস রোগীদের খাবার তালিকায় ভিটামিন সি সমৃদ্ধ খাবার থাকে না।
আর/এস