হাত-পা অস্বাভাবিক আকার ধারণ করা (এক্রোমেগালি)
- ওমেন্সকর্নার ডেস্ক
- আগস্ট ২১, ২০১৮
আমাদের শরীরে প্রত্যেকটা অংশে হরমোনের প্রভাব রয়েছে। এমনকি আমাদের বৃদ্ধি হওয়াতেও। হরমোনের সমস্যার কারণে পিটুইটারি নামক গ্রন্থি থেকে প্রচুর পরিমাণ গ্রোথ হরমোন উৎপন্ন হয়। আর অতিরিক্ত গ্রোথ হরমোন উৎপন্ন হওয়ার কারণে হাড়ের সাইজ বেড়ে যায় আর যার কারনে বিশেষ করে হাত এবং পা অস্বাভাবিকভাবে বেড়ে যায় এবং সেই সাথে মুখের আকার ও বেড়ে যায় স্বাভাবিকের তুলনায় যার কারনে এক্রোমেগালি হয়।
কারণঃ
- পিটুইটারি গ্রন্থি অতিরিক্ত গ্রোথ হরমোন উৎপন্ন করার কারনে এটি হয়ে থাকে।মানুষের দেহের গ্রোথ বা বড় হওয়ার জন্য মূলত এই হরমোন দায়ী।
- তাছাড়া যদি পিটুইটারি গ্রন্থিতে কোন টিউমার হয়ে থাকে সেক্ষত্রে এক্রোমেগালি হতে পারে।
- অনেক সময় পিটুইটারি গ্রন্থি ছাড়াও দেহের অন্য কোন জায়গায় টিউমার হলে এটি হতে পারে , যেমনঃ এড্রেনাল গ্ল্যান্ড,ফুসফুস অথবা অগ্ন্যাশয়ে টিউমার হলে এক্রোমেগালি হতে পারে।
লক্ষণঃ
- এটি হওয়ার প্রধান লক্ষণ হল হাত-পা বড় হয়ে যাওয়া
- মুখ স্বাভাবিকের থেকে বড় হয়ে যাবে
- স্কিনে এক ধরনের তেল তেলে ভাব থাকবে
- মোটা চামড়া
- মাংসপেশিতে দুর্বলতা দেখা দিবে
- অল্পতেই ক্লান্ত হয়ে যাবে
- ঠিকমত চোখে দেখতে না পারা
- মাথা ব্যথা দেখা দেয় অনেক
- জিহবা বড় হয়ে যায়
- জয়েন্টে ব্যথা হয় এবং অনেক সময় জয়েন্ট নাড়াচড়া করতে সমস্যা হয় আর সেই সাথে ব্যথা হয়
- মেয়েদের ক্ষেত্রে মাসিক অনিয়মিত হতে দেখা দেয়
- দেহের অভ্যন্তরীন অংগগুলো ও বড় হয়ে যায়,যেমনঃহার্ট,লিভার,কিডনি।
- বুকের সাইজ বেড়ে যায়
আর/এস