গর্ভাবস্থায় দাঁতের চিকিৎসায় সতর্ক হোন

  • ওমেন্সকর্নার ডেস্ক
  • আগস্ট ৩০, ২০১৮

গর্ভাবস্থায় যে কোন ওষুধ নেয়ার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়। গর্ভবতী হওয়ার আগেই কারো দাঁতের সমস্যা থাকতে পারে কিংবা গর্ভবতী হওয়ার নতুন করে সমস্যায় আক্রান্ত হতে পারে। দাঁতের সমস্যায় দ্রুত চিকিৎসা করানো যাবে কিনা!

গর্ভধারণের পর যে অবস্থাগুলো হয় একে  তিনটা ভাগে ভাগ করা হয়। ফার্স্ট ট্রাইমিস্টার, সেকেন্ড ট্রাইমিস্টার এবং লাস্ট ট্রাইমিস্টার। প্রথম এবং শেষের ট্রাইমিস্টার একটু ঝুঁকিপূর্ণ। ইচ্ছা করলেই যেকোনো চিকিৎসা করা যায় না।  মধ্যম ট্রাইমিস্টারটি নিরাপদ, তবে ইচ্ছা করলেই সার্জারিতে যাওয়া যায় না।  

বেশির ভাগ ক্ষেত্রে মাড়ি ফুলে যায়। তারপর দেখা যায় কোনো কোনো মাড়ির জায়গায় টিউমারের মতো বৃদ্ধি দেখা যায়। মাড়ির রক্তক্ষরণ বাড়তে পারে। সেগুলো সাধারণত দেখা যায়। ওই ক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই। কারণ এটা গর্ভধারণের সময়ই হয়। আর যদি সমস্যা মনে হয় ডেন্টাল সার্জনের কাছে যাবেন এবং পরামর্শ নেবেন এই মুহূর্তে তাঁর কী করণীয় আছে সেটা করবেন। ডেন্টাল সার্জন তাঁকে বলে দেবেন কীভাবে তিনি নিয়ম মেনে চলবেন।

আর/এস 

Leave a Comment