দাঁত আঁকাবাঁকা হয় কেন?

  • ওমেন্সকর্নার ডেস্ক
  • আগস্ট ৩০, ২০১৮

অনেকেরই সামনের দাঁত আঁকাবাঁকা থাকে। এর ফলে ব্রাশ ঠিকমতো পৌঁছায়না দেখতেও খারাপ লাগে। প্রতিটা দাঁতের জন্যই মুখে নির্দিষ্ট জায়গা থাকে। কোনও কারণে যদি এই জায়গা’র সংকুলান  না হয় তাহলে দাঁত বিন্যস্ত হয়ে আসতে পারেনা, এরকম যখন এক বা একাধিক দাঁত অবিন্যস্ত  থাকে তখন  তাকে আঁকাবাঁকা দাঁত বলা হয়।

দাঁত আঁকাবাঁকা হয় কেন? 

- দাঁতের আকারের তুলনায় চোয়াল ছোটো হলে

- চোয়ালের তুলনায় দাঁত আকারে বড় হলে

- অস্থায়ী দাঁত নির্দিষ্ট সময়ে না পড়লে, রিটেইনড (Retained) হয়ে থাকলে স্থায়ী দাঁত তার আসার জায়গা না পেয়ে অন্যত্র বের হয়

- নির্দিষ্ট সময়ের পূর্বে অস্থায়ী দাঁত পড়ে গেলে স্থায়ী দাঁত আসার আগে আশে পাশের অন্য দাঁত সেই  জায়গায় চলে আসলে

- কোনও দাঁত ইম্পেক্টেড অবস্থায় থাকলে (কোনও বাধার কারণে যদি দাঁত নির্দিষ্ট পথ দিয়ে তাঁর নির্দিষ্ট জায়গায় আসতে না পারে)

- মুখে সংখ্যায় অতিরিক্ত  দাঁত থাকলে

- দুর্ঘটনায় মুখের হাড় ভেঙ্গে গেলে দাঁতের বিন্যাস নষ্ট হয়ে আঁকা-বাঁকা দাঁত দেখা যেতে পারে।


আর/এস 

Leave a Comment