ব্রণের আধুনিক শল্য চিকিৎসা!
- ওমেন্সকর্নার ডেস্ক
- সেপ্টেম্বর ১৫, ২০১৮
আধুনিক সচেতন নারীর অনেকে সৌন্দর্য চর্চায় ব্যস্ত থাকেন। এ রূপ-চর্চায় যদি কোনো প্রতিবন্ধকতা আসে, তাহলে দুশ্চিন্তার অন্ত থাকে না। ব্রণ হলো সে রকমই একটি প্রতিবন্ধক, যা আজকের কসমেটিক জগতে যেন এক অভিশাপ।
আধুনিক শল্য চিকিৎসা : রেডিওফালগারেশন এখন এ সমস্যার আধুনিক চিকিৎসা পদ্ধতি। একসেশন চিকিৎসায় এটি ব্রণ নির্মূল করতে সক্ষম।
রেডিওফালগারেশন : এটি এক কসমেটিক সার্জারি, যেটি ত্বকে রেডিওফ্রিকোয়েন্সি ওয়েবস প্রবাহ করে কাজ করে। এতে ব্রণের কোষের পানি গরম হয়ে বাস্পে পরিণত হয়। ফলে কোষগুলো দ্রবীভুত হয়ে যায় এবং ব্রণ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়।
প্রতিকার : যেহেতু ব্রণ হরমোন দ্বারা প্রভাবিত, সেহেতু প্রধান লক্ষ হবে একে নিয়ন্ত্রণ করা। ব্রণের উৎপত্তিতে ব্যাকটেরিয়ার ভূমিকা থাকায় দীর্ঘদিন এন্টিবায়োটিক সেবন করা প্রয়োজন। এজন্য ধৈর্য ও সচেতনতা চাই। সব চিন্তার অবসান ঘটিয়ে আধুনিক শল্য চিকিৎসা রেডিওফালগারেশন ব্রণ ধ্বংস করে দেয়।
রেডিওফালগারেশন সৌন্দর্য-পিপাসুদের জন্য যেন এক রেভ্যুলিউশন। মনে রাখতে হবে- সার্জারিটি গ্রহণ করেও কিছুদিন এন্টিবায়োটিক সেবন করতে হবে। এতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
আর/এস