বাচ্চা কান্না করার সময় বাচ্চার নাভি ফুলে যায়! এটা কি সমস্যা?
- তাশফিয়া আমিন
- সেপ্টেম্বর ২৯, ২০১৮
প্রশ্নঃ বাচ্চা কান্না করার সময় বাচ্চার নাভি ফুলে যায়, একটু পর আবার ঠিক হয়ে যায়। এটা কি বড় কোনো সমস্যা?
উত্তরঃ অনেক মায়েদেরই কমন প্রশ্ন এইটা। কখনো কখনো দেখা যায় বাচ্চার নাভি ফুলে উঠছে এবং কাঁদলে আরও বেশি ফোলে। শিশুর নাভির চারপাশের মাংসপেশির দুর্বলতার কারণে এমনটি হয়। একে নাভির হার্নিয়া বলে। কান্নাকাটি করলে, কোষ্ঠকাঠিন্য বা অন্য কোনো কারণে পেটের ভেতরে চাপ বেড়ে গেলে নাভি আরও ফুলে ওঠে। পরে আবার আগের মতো হয়ে যায়। বেশির ভাগ ক্ষেত্রে এক বছরের মধ্যে এটি ভালো হয়ে যায়। বড় হার্নিয়ার ক্ষেত্রে চার-পাঁচ বছরও লাগতে পারে। এ নিয়ে দুশ্চিন্তা করবেন না। তবে হার্নিয়ার ভেতরে নাড়ি আটকে গেলে, লাল হয়ে গেলে বা অনেক কান্নাকাটি করলে চিকিৎসকের পরামর্শ নিন।