অস্বাভাবিক শারীরিক তাপমাত্রা
- ওমেন্সকর্নার ডেস্ক
- সেপ্টেম্বর ২৯, ২০১৮
যখন দেহের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কমে যায় বা বেড়ে যায় তখন একে অস্বাভাবিক শারীরিক তাপমাত্রা বলে। শরীরের স্বাভাবিক তাপমাত্রা হল ৯৮.৬ ডিগ্রী ফারেনহাইট (৩৭ ডিগ্রী সেলসিয়াস)। শরীরের তাপমাত্রা ৯৫ ডিগ্রী ফারেনহাইট (৩৫ ডিগ্রী সেলসিয়াস) এর চেয়ে কমে গেলে তাকে হাইপোথার্মিয়া বলে। শরীরের তাপমাত্রা কমে গেলে, হৃৎপিণ্ড, স্নায়ুতন্ত্র ও দেহের অন্যান্য অঙ্গ স্বাভাবিক উপায়ে কাজ করতে পারে না। এর চিকিৎসা না করা হলে হৃৎপিণ্ড ও শ্বসনতন্ত্র সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়, যার ফলে মৃত্যুও হতে পারে। এই সমস্যাটি সাধারণত ঠাণ্ডা আবহাওয়ার কারণে হয়ে থাকে। এর প্রাথমিক চিকিৎসা হলো যেকোনো উপায়ে শরীরের তাপমাত্রা বৃদ্ধি করা।
কারণ
বিভিন্ন কারণে এই লক্ষণ দেখা যেতে পারে, যেমন-
- গ্যাস্ট্রোএন্টেরাইটিস (Gastroenteritis)
- কান, ফুসফুস, ত্বক, গলা, মূত্রনালী বা কিডনির ইনফেকশন (Infections of the ear, lung, skin, throat, bladder or kidney)।
- ইনফ্লামেটারি কন্ডিশন (Inflammatory conditions)
- বিভিন্ন ঔষধের প্বার্শপ্রতিক্রিয়া
- ক্যান্সার
- বিভিন্ন অটোইমিউন ডিজিজ যেমন- লুপাস, রিম্যাটয়েড আর্থ্রাইটিস ও ইনফ্লামেরেটরী বাওয়েল ডিজিজ
- হরমোন ডিজঅর্ডার, যেমন-হাইপারথায়রয়েডিজম (Hormone disorders such as hyperthyroidism)
- অ্যাম্ফিটামিন এবং কোকেইনের ব্যবহার
- ম্যালেরিয়া
আর/এস