জিহ্বার অস্বাভাবিকতা
- ওমেন্সকর্নার ডেস্ক
- সেপ্টেম্বর ২৯, ২০১৮
মুখের বিভিন্ন জটিল কার্যকলাপ যেমন কথা বলা, খাবার চিবানো ও গলাধঃকরণ করা প্রভৃতি কাজে জিহবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জিহবার উপরের অংশে স্বাদ অনুভূত হয়। বিভিন্ন রোগ-ব্যাধির কারণে জিহবায় ইনফেকশন, ইনজুরি, ক্রনিক ইরিটেশন ও আরও অন্যান্য সমস্যা হতে পারে। জিহবার সমস্যা সাধারণত বেশিদিন স্থায়ী হয় না, তবে মাঝে মধ্যে এর স্থায়ীত্ব বেড়ে যায় এবং সে অবস্থায় চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।
কারণ
বিভিন্ন কারণে এই লক্ষণ দেখা যেতে পারে, যেমন:
- ভিটামিন ‘বি১২’ এর অভাব জনিত রোগ (Vitamin B12 deficiency)
- রোটেটর ক্লাফ ইনজুরি (Rotator cuff injury)
লক্ষণ
- জ্বর
- ত্বকের ফুসকুড়ি
- জিহবা ফুলে যাওয়া
- কোষ্ঠকাঠিন্য
- ঠোঁটের অস্বাভাবিক বর্ণ
- জিহবায় ক্ষত দেখা দেওয়া
- কর্কশ কণ্ঠস্বর
- ক্ষুধামন্দা/ক্ষুধা কমে যাওয়া
- গলা লাল হয়ে যাওয়া
আর/এস