জিহবা ফুলে যাওয়া (Glossitis)

  • ওমেন্সকর্নার ডেস্ক
  • সেপ্টেম্বর ২৯, ২০১৮

চিকিৎসাবিজ্ঞানের ভাষায় জিহ্বা ফুলে যাওয়ার সমস্যাকে গ্লসাইটিস (Glossitis) বলে। গ্লসাইটিস হলো জিহ্বার প্রদাহজনিত সমস্যা, যার ফলে জিহ্বার রঙ ও আকারে পরিবর্তন দেখা দেয়। জিহ্বার উপরিত্বকে প্যাপিলা নামক ক্ষুদ্র ক্ষুদ্র পিণ্ড। এগুলিতে টেস্ট বাডস নামক অসংখ্য সেন্সর থাকে, যা খাবারের স্বাদ বুঝতে সাহায্য করে। প্রদাহজনিত কারণে জিহবা ফুলে গেলে প্যাপিলার কার্যকারিতা নষ্ট হয়ে যায় ও কথা বলতে অসুবিধা হয়। গ্লসাইটিস বিভিন্ন প্রকারের হয়ে থাকে। যেমন: 

অ্যাকিউট গ্লসাইটিস (Acute Glossitis): এ অবস্থায় আকস্মিকভাবে অন্যান্য মারাত্মক উপসর্গসহ জিহ্বায় প্রদাহ দেখা দেয়। সাধারণত অ্যালার্জির কারণে এ সমস্যা হয়ে থাকে।

ক্রনিক গ্লসাইটিস (Chronic Glossitis): এর ফলে জিহ্বায় প্রায়ই প্রদাহজনিত সমস্যা দেখা দেয়। অন্যান্য কিছু শারীরিক অসুস্থতার কারণে এ সমস্যা দেখা দিতে পারে।

ইডিয়োপ্যাথিক গ্লসাইটিস (Idiopathic Glossitis): এ অবস্থায় কোনো কারণ ছাড়াই জিহ্বায় প্রদাহজনিত সমস্যা দেখা দেয়। এ অবস্থায় জিহ্বার মাংসপেশী ক্ষতিগ্রস্ত হয়।

 

Leave a Comment