নিউকাল কর্ড! গর্ভে শিশুর গলায় পেঁচিয়ে যাওয়া

  • ওমেন্সকর্নার ডেস্ক 
  • অক্টোবর ৬, ২০১৮

গর্ভবতী মায়েরা নতুন নতুন অনেক শব্দের সাথে পরিচিত হন। নতুন শব্দগুলোর মধ্যে বেশিরভাগই আতঙ্কজনক হয়ে থাকে। নিউকাল কর্ড তেমনি একটি শব্দ। গর্ভাবস্থায় বা প্রসবের সময় আম্বিলিকাল কর্ড বা নাভিরজ্জু যখন শিশুর গলায় পেঁচিয়ে যায় তখন এই কন্ডিশনকে বলা হয় নিউকাল কর্ড। আম্বিলিকাল কর্ড বা নাভিরজ্জুর মাধ্যমে গর্ভের শিশুর শরীরে অক্সিজেন, রক্ত এবং অন্যান্য পুষ্টি পরিবাহিত হয়। তাই যখন এই কর্ডের মাধ্যমে জটিলতা তৈরী হয় তখন তা বেশ আতংকের হয়। এতো চিন্তার কিছু নেই কারণ বেশীরভাগ নিউকাল কর্ডই নিরাপদ হয়ে থাকে। 

শিশুর গলায় কিছু পেঁচিয়ে আছে শুনলেই মনে হয় শিশুর দম আটকিয়ে আছে। গর্ভে শিশুরা নাক বা মুখ দিয়ে শ্বাস প্রশ্বাস নেয় না। শিশুরা নাভিরজ্জুর মাধ্যমে মায়ের কাছ থেকে অক্সিজেন এবং পুষ্টি পায়। প্রসবের আগে পর্যন্ত শিশুরা শ্বাস প্রশ্বাস নেওয়া শুরু করেনা। এই কারনে বাচ্চার প্রসবের পর অন্তত ২ মিনিট পর্যন্ত আম্বিলিকাল কর্ড বা নাভিরজ্জু অক্ষত অবস্থায় রাখা উচিত।

 

Leave a Comment