রুবেলা ভাইরাস কিভাবে শিশুর ক্ষতি করে?
- ওমেন্সকর্নার ডেস্ক
- অক্টোবর ১৮, ২০১৮
যদি কোন গর্ভবতী মহিলা তার গর্ভধারণের তিন মাসের সময় রুবেলা ভাইরাসে আক্রান্ত হয় তাহলে ৯০ শতাংশ ক্ষেত্রে মায়ের থেকে গর্ভের শিশু আক্রান্ত হতে পারে। এই ক্ষেত্রে গর্ভপাত, এমনকি গর্ভজাত শিশুর মৃত্যুও হতে পারে। শিশুর হৃদযন্ত্রে ছিদ্র, এমনকি শিশু অন্ধও হতে পারে। বাংলাদেশে প্রতি ১০ লাখে দুই হাজার ৯৭৯ জন রুবেলায় আক্রান্ত হয়।
শিশুদের জন্য রুবেলা ভাইরাস খুব মারাত্মক নয়। তবে এই ভাইরাসে কোন গর্ভবতী মা আক্রান্ত হলে বিশেষ করে গর্ভকালীন প্রথম তিন মাসের মধ্যে, তাহলে ৮৫ শতাংশ গর্ভস্থ শিশুর অনেক ধরনের মারাত্মক সমস্যা দেখা দিতে পারে। গর্ভস্থ ভ্রূণ নষ্ট হয়ে যেতে পারে, জন্মের সময় শিশুর ওজন কম হতে পারে এবং শারীরিক ত্রুটি নিয়ে শিশু পৃথিবীতে আসতে পারে। উল্লেখিত সমস্যাগুলোকে একসাথে বলা হয় ‘জন্মগত বা কনজেনিটাল রুবেলা সিনড্রোম’। জন্মগত সমস্যাগুলো হচ্ছে :
- চোখে ছানি, গ্লুকোমা, দৃষ্টিশক্তি কম বা অন্ধত্ব।
- হৃৎপিণ্ডের ভাল্ব নষ্ট বা হৃৎপিণ্ডের ভেতর ফুটো থাকে, যার জন্য নবজাতক জন্মের পরপরই মৃত্যুবরণ করে।
- মাথার আকার ছোট।
- মানসিক বিকলাঙ্গ বা বুদ্ধি কম।
- কানে কম শোনা বা বধিরতা।