শিশুর অস্থির স্বভাবের কারণ ও প্রতিকার
- ওমেন্সকর্নার ডেস্ক:
- নভেম্বর ২৬, ২০১৮
শিশুদের অন্যতম একটি মানসিক রোগ হলো অমনোযোগিতা। এমন শিশুর মা-বাবা শিশুর বিভিন্ন দুষ্টুমির আচরণ নিয়ে থাকেন দুশ্চিন্তাগ্রস্ত। শঙ্কিত হয়ে পড়েন শিশুর ভবিষ্যত নিয়ে। তাদের অভিযোগ শিশু অশান্ত, দুরন্ত স্বভাব, উচ্ছৃঙ্খল, এলোমেলো, অগোছাল, বিক্ষিপ্ত মন এবং দীর্ঘ সময় মনোযোগ না থাকায় ভুলে যাওয়া, বুদ্ধিদীপ্ততা হ্রাস পাওয়া ইত্যাদি। এমন লক্ষণ বিদ্যমান থাকা শিশুরা বয়সকালে দীর্ঘমেয়াদি রোগ বা মানসিক বিকলতায় পড়তে পারে।
রোগের কারণ :
১. জেনেটিক কারণ, ৭৬ শতাংশ জিন জিন ইন্টারঅ্যাকশন।
২. গর্ভকালীন মায়েদের ধূমপান ও অস্থিরতা, বিশৃঙ্খল জীবনযাপন।
৩. মা ডায়াবেটিক রোগী ও অধিক ওজন বা স্থূল স্বাস্থ্যের অধিকারী।
৪. কম ওজনের শিশুর জন্মগ্রহণ।
৫. অকালে জন্মগ্রহণ।
৬. পরিবেশ দূষণ।
রোগ নির্ণয় :
১. স্কুলে লেখাপড়ায় অমনোযোগী।
২. অসর্তকতা ভুল।
৩. ত্রুটিপূর্ণ কাজ।
৪. খেলাধুলায় আগ্রহহীনতা।
৫. স্কুলে, বাড়িতে বা কর্মক্ষেত্রে বিফলতা।
৬. বিনা অনুমতিতে অন্যের জিনিস সরানো বা নাড়াচাড়া করা।
৭. প্রয়োজনীয় কাজে ব্যবহৃত বস্তু হারিয়ে ফেলা। যেমন বই, খাতা, পেনসিল-কলম, চাবি, চশমা, মোবাইল ফোন ইত্যাদি।
৮. ভুলে যাওয়া। প্রতিদিনের কাজকর্ম সময়মতো না করা।
৯. চেয়ারে বসে বারবার হাত-পা নাড়ানো, অস্থিরতা।
১০. শ্রেণিকক্ষে বসে তার নির্দিষ্ট স্থান পরিবর্তন করা।
১১. ছোটাছুটি-দৌড়াদৌড়ি।
১২. অতিরিক্ত কথা বলা।
১৩. শৃঙ্খলাবদ্ধ লাইনে দাঁড়িয়ে না থাকতে পারা এবং লাইন ভঙ্গ করে বিশৃঙ্খলা সৃষ্টি করা।
১৪. অন্যের কথা বলার মধ্যে কথা বলা।
১৫. প্রশ্ন শোনার আগে বা শেষ হওয়ার আগেই উত্তর দেয়া ইত্যাদি।
চিকিৎসা :
১. সাইকোথেরাপিউটিক হস্তক্ষেপ।
২. ওষুধ- Atomexetine, Modafinil, Guanfacine, Desipramine
প্রতিকার :
১. সময়মতো সঠিক রোগ নির্ণয় করে বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো।
২. গর্ভকালীন সময় মায়েদের সতর্কতার সাথে জীবন যাপন করা।
টি/আ