সন্তানের ওপর গর্ভবতী মায়ের মেজাজের প্রভাব

  • ওমেন্সকর্নার ডেস্ক:
  • ডিসেম্বর ২৫, ২০১৮

গর্ভাবস্থায় নারীরা যেসব কাজ করেন বা চিন্তা করেন তার ওপর মায়ের মেজাজের যেমন পরিবর্তন হয় তেমনি তা শিশুর ওপরও প্রভাব ফেলে। এ বিষয়ে গবেষকরা বলছেন, মায়ের আবেগ শিশুকে প্রভাবিত করে। তিনি কী ধরনের ছবি, টিভি দেখেন বা চিন্তা করেন এর সব কিছু শিশুকে প্রভাবিত করে।

যদি মা সিনেমা দেখে কান্নাকাটি করেন তাহলে শিশু হতাশ হয়ে পড়বে আবার ভয়ের সিনেমা গর্ভের শিশুর মধ্যে ভয় সৃষ্টি করে। একই জায়গায় হাস্যরসাত্মক চলচ্চিত্র দেখে একজন গর্ভবতী নারী যদি হাসেন তবে শিশুও মন ভাল থাকে এবং সেও উপভোগ করেন।

মায়ের শরীরের হরমোনের মাত্রা শিশুর মানসিক আবেগগুলোর ওপর প্রভাব ফেলে। বিজ্ঞানীরা গর্ভবতী নারীদেরকে বৈদ্যুতিক আল্ট্রাসাউন্ডের সাথে সংযুক্ত করে দেখেছেন একটি মজাদার চলচ্চিত্র দেখার সময় তার গর্ভে হাত রাখছেন এবং শিশুরা তাতে আরো উত্তেজিত এবং শক্তি পাচ্ছে।

টি/আ

Leave a Comment