মর্নিং সিকনেস কাদের বেশী হয় ?
- ওমেন্সকর্নার ডেস্ক
- অক্টোবর ২৩, ২০১৭
হবু মায়েদের মর্নিং সিকনেস বা বমি বমি ভাব বা বমি হওয়ার সম্ভাবনা বেশী থাকে। দেখে নিন কেন হতে পারে মর্নিং সিকনেস :
(১) গর্ভে একের অধিক বাচ্চা থাকলে এই সমস্যা হতে পারে। একের অধিক বাচ্চা থাকলে বিভিন্ন হরমোনের মাত্রাও বেশি থাকে ফলে অন্যদের তুলনায় বমি বমি ভাবটাও বেশি হয়। তবে যমজ বাচ্চা পেটে থাকলেই মর্নিং সিকনেস বেশি হবে এমনটা প্রমাণিত নয়। যমজ বাচ্চা গর্ভে থাকা মায়েদের মর্নিং সিকনেস কম থাকা বা একেবারে না থাকারও উদাহরন আছে।
(২) দ্বিতীয় বারের মতো যারা গর্ভবতী তাদেরও এই সমস্যা হতে পারে যদি প্রথমবারের গর্ভাবস্থায় এই সমস্যা হয়ে থাকে।
মোশন সিকনেস :
জন্ম-নিয়ন্ত্রণকারী পিল খাওয়ার জন্য যদি আগে থেকেই এই সমস্যা থাকে তাহলে গর্ভকালীন সময়ে এটি আরও বাড়তে পারে। বংশগত সমস্যার কারণেও এই সমস্যা হতে পারে। যদি আপনার মা কিংবা বোনের এই সমস্যা হয়ে থাকে তাহলে আপনার হবার সম্ভবনাও বেশি।
মাইগ্রেন এর ব্যথা :
মাইগ্রেন এর ব্যথা মর্নিং সিকনেসের একটি গুরুত্বপূর্ণ কারন। যদি মায়ের গর্ভে মেয়ে শিশু থাকে তাহলে এই সমস্যা বেশি দেখা দিতে পারে। বেশ কিছু গবেষণায় দেখা গেছে প্রায় ৫৫ ভাগ মায়েদের ক্ষেত্রে যারা মেয়ে শিশুর জন্ম দিয়েছে তাদের মর্নিং সিকনেস বেশী ছিল।