নারীদের পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম বা PCOS পাথরের লক্ষণ
- ওমেন্সকর্নার ডেস্ক
- অক্টোবর ২৪, ২০১৭
PCOS এর উপসর্গ শুরু হয় সাধারণত নারীদের ঋতুচক্র শুরু হওয়ার পর । উপসর্গের ধরণ এবং তীব্রতা একেক জনের ক্ষেত্রে একেক রকম হতে পারে। তবে একটা কমন যে উপসর্গ সেটা হলো অনিয়মিত পিরিয়ড।
PCOS-তে নারী হরমোন কমে পুরুষ হরমোন বেড়ে যায় তাই নারীদের মাঝে কিছু পুরুষালী বৈশিষ্ট্য দেখা দিতে থাকে। যেমন :
- মুখে, বুকে, পেটে, হাতে এবং পায়ের আঙ্গুলে অবাঞ্ছিত চুল গজানো
- স্তনের আকার ছোট হয়ে যায়
- গলার স্বর গভীর হয়ে যায়
- চুল পড়তে শুরু করে
এছাড়া অন্যান্য কিছু উপসর্গ:
- ত্বকে ব্রণ, আঁচিল
- শরীরের ওজন বৃদ্ধি পাওয়া
- কোমরের নিচের অংশ ব্যাথা
- মানসিক চাপ ও দুশ্চিন্তা
- বন্ধ্যাত্ব
- ওভারি আকারে বড় হয়ে যায় এবং ডিম্বাশয়ের চারদিকে অসংখ্য তরল পূর্ণ সিস্ট তৈরি হয়
- অনিদ্রার এবং ঘুমের সময় নিঃশ্বাসে সমস্যা
- অতিরিক্ত ইনসুলিন উৎপাদন
- কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়া ডায়াবেটিস হওয়া
উল্লিখিত উপসর্গের অনেকগুলোই অনেকের ক্ষেত্রে হয়ত দেখা নাও দেখা দিতে পারে।
PCOS কেন হতে পারে ?
- PCOS এর ক্ষেত্রে সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে বংশগতি। যদি পরিবারে কারো এই সমস্যা থাকে তাহলে PCOS হবার সম্ভাবনা অনেক বেড়ে যায়। সেটা মায়ের দিক বা বাবার দিক যেকোনো দিক থেকেই হতে পারে।
- যাদের অনিয়মিত ঋতুচক্র থাকে।
- এছাড়া যাদের পরিবারে ডায়াবেটিস আছে তাদের PCOS হবার সম্ভাবনা অনেক বেশি। কারণ, ডায়াবেটিসের সাথে PCOS এর শক্তিশালী সম্পর্ক রয়েছে।