টিটেনাস টিকা সম্পর্কে জানুন
- ওমেন্সকর্নার ডেস্ক
- মার্চ ১৯, ২০১৯
বাংলাদেশে ই,পি,আই (EPI) শিডিউল অনুযায়ী নবজাতকের ৬ থেকে ১৪ সপ্তাহ বয়সের মধ্যে টিটেনাসের তিনটি টিকা দেয়া হয়। এছাড়া গর্ভকালীন সময়ে ও নবজাতককে টিটেনাস থেকে রক্ষা করার জন্য ১৫ বছর বয়স থেকে শুরু করে কিশোরীদের জন্য ৫ ডোজ টিটেনাস ভ্যাক্সিন দেয়ার ব্যবস্থা রয়েছে। এছাড়া ময়লা কোন কিছু দিয়ে (বিশেষ করে লোহা জাতীয় কিছু) কেটে গেলে ডাক্তারের পরামর্শ টিটেনাসের বুস্টার ডোজ দেয়া উচিত।
টিকা দেয়ার পর সেই স্থানে ব্যথা, লাল হওয়া, ফুলে যাওয়া, জ্বর, গা ব্যথা ইত্যাদি হতে পারে। এগুলো সাধারণত এমনিই সেরে যায়।
তবে কখনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা যেতে পারে, যেমনঃ শ্বাসকষ্ট, বমি, রক্তচাপ খুব কমে যাওয়া, পুরো শরীর লাল হয়ে যাওয়া, বুক ধড়ফড় করা। এসব ক্ষেত্রে দ্রুত চিকিৎসকের শরনাপন্ন হওয়া প্রয়োজন। রোগ প্রতিষেধকের যথোপযুক্ত ব্যবহার আমাদের অনেক প্রাণঘাতী জীবাণুর হাত থেকে বাঁচাতে পারে। তবে তার জন্য চাই সম্ভাব্য রোগ ও তার প্রতিরোধে করণীয় কি তা জানা। তাই সচেতন হতে হবে, কারণ সচেতনতার কোন বিকল্প নেই।