গর্ভকালীন পেটের ফাটা দাগ কেনো হয়?
- ওমেন্সকর্নার ডেস্ক
- মার্চ ১৯, ২০১৯
গর্ভাবস্থায় পেটের চামড়া চাপের কারণে ফেটে যায়। রিলাক্সিন, ইস্ট্রোজেন ও করটিসল হরমোন বেড়ে গিয়ে মিউকোপলিসেকারাইড জমা করে। যা যোজক কলা থেকে পানি শোষণ করে। ফলে যখন টান পড়ে, তখন সহজেই ওই স্থানে দাগের সৃষ্টি হয়ে যায়। কম বয়সী মেয়েদের ক্ষেত্রে মাতৃত্বকালীন দাগ খুব সহজেই পড়ে। প্রেগনেন্সিতে যে স্ট্রেচ মার্ক হয়, তা বাচ্চা হওয়ার পর আস্তে আস্তে এমনিতে হালকা হয়ে আসে, যদি না খুব বেশী পরিমানে হয়। এই স্ট্রেচ মার্ক যেন খুব বেশী না হয় তারজন্য আপনি এই প্রেগনেন্সির সময় থেকেই নিয়মিত পেটে অলিভ অয়েল লাগাতে পারেন। আর বেবি হয়ে যাওয়ার পর আপনি বায়ো-অয়েল, বেবি অয়েল বা অলিভ অয়েল নিয়মিত ব্যবহারের মাধ্যমে এই দাগ দূর করতে পারেন। সেই সাথে আপনাকে তখন শারীরিক ব্যায়ামও করতে হবে। একটু সময় নিয়ে নিয়মিত তেল ব্যবহার করলে এটি কমে আসবে।