ডেলিভারি কি ৪০ সপ্তাহেই হয়?
- ওমেন্সকর্নার ডেস্ক
- মার্চ ১৯, ২০১৯
প্রশ্নঃ আপু, ডেলিভারি কি ৪০ সপ্তাহেই হয়? ছেলে বাবু আগে হয় নাকি মেয়ে বাবু?
উত্তরঃ ৪০ সপ্তাহ হিসাব করা হয় আপনার শেষ মাসিকের প্রথম দিন হতে। হিসাব অনুসারে ৪০ সপ্তাহ মানে ১০ মাস। কিন্তু প্রকৃতভাবে একজন পূর্ন শিশু গর্ভে ৯ মাস ২ সপ্তাহ সময় অতিবাহিত করে। ৩৮ সপ্তাহের পরেই বাচ্চা পুরোপুরি ম্যাচিউর হয়ে যায়। বাচ্চা কবে কিভাবে ডেলিভারি হবে তা সম্পূর্ন নির্ভর করে মা এর স্বাস্থ্য, বাচ্চার স্বাস্থ্য, বাচ্চার পজিশন, কোন জটিলতা আছে কিনা, পানি ভেংগে গেছে কিনা তার উপর। এর সাথে ছেলে বাচ্চা বা মেয়ে বাচ্চার কোন সম্পর্ক নেই। যে কেউ-ই আগে পরে হতে পারে। দ্বিতীয়ত, প্রেগন্যান্সির সময় নিজেকে সচল রাখতে চেষ্টা করবেন। অনেকেই হয়তো আপনাকে পরামর্শ দেবে শুয়ে থাকতে এবং বেড রেস্টে থাকতে, কিন্তু আপনার যদি সুস্হ প্রেগন্যান্সির অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই এ সময় যে ব্যায়ামগুলো করা সম্ভব সেগুলো করে নিজেকে সুস্থ রাখবেন।