পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম বা PCOS কি?
- ওমেন্সকর্নার ডেস্ক
- অক্টোবর ২৪, ২০১৭
পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম বা PCOS হচ্ছে একটা শারীরিক অবস্থা যখন মহিলাদের সেক্স হরমোন ইস্ট্রোজেন এবং প্রোজেস্ট্রেরন হরমোন ভারসাম্যহীন হয়ে পরে। PCOS সমস্যা পড়া নারীদের ওভারিতে ছোট ছোট অনেক সিস্ট হয়। এজন্যই একে পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম বলে। সিস্টগুলো যখন ছোট থাকে তখন তা তেমন ভয়ঙ্কর নয়, সিস্টগুলো বড় হলেই তা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এগুলোই হরমোনের ভারসাম্যহীনতার জন্য দায়ী।
PCOS এর কারণে নারীদের পিরিয়ডে অনিয়ম, প্রজননে সমস্যা, টাইপ ২ ডায়াবেটিস, হার্টের রোগ, কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি, অতিরিক্ত ওজন বৃদ্ধি পাওয়া ইত্যাদি বিভিন্ন সমস্যা দেখা দেয়। প্রাথমিক অবস্থায় লক্ষণগুলো সনাক্ত করে ওজন কমানোসহ চিকিৎসা শুরু করা হলে দীর্ঘস্থায়ী ক্ষতি প্রতিরোধ করা সম্ভব হয়।