মর্নিং সিকনেস কি? একে মর্নিং সিকনেস বলা হয় কেন?
- ওমেন্সকর্নার ডেস্ক
- অক্টোবর ২৪, ২০১৭
মর্নিং সিকনেস সাধারণত গর্ভবতী মহিলাদের হয়ে থাকে। গর্ভাবস্থায় বমি বমি ভাব বা বমি হওয়াকে মর্নিং সিকনেস বলা হয়। একে আপনি ভুলনামকরণও বলতে পারেন। কারণ এই সময় বমিবমি ভাব শুধু সকালবেলাতে নয় সারাদিনই থাকতে পারে। কিছু গর্ভবতী মহিলার সকাল বেলা খুব খারাপ অবস্থা থাকে, বেলা বাড়ার সাথে সাথে অবস্থার উন্নতি হয়ে থাকে। অধিকাংশ মহিলাদের ক্ষেত্রে এই সমস্যাটা দিনভর চলতে থাকে।
এই লক্ষণগুলো একজন গর্ভবতী থেকে অন্য গর্ভবতীর ভিন্ন হতে পারে। গর্ভবতী মহিলাদের চার ভাগের তিন ভাগই তাদের গর্ভধারণের প্রথম তিন মাসে মর্নিং সিকনেস বা বমি বমি ভাব সমস্যায় ভোগেন।