গর্ভধারণ ঠেকাবে গহনা!
- ওমেন্সকর্নার ডেস্ক:
- মে ১, ২০১৯
কানের দুল, গলার হার, চুড়ি, আঙটি, হাত ঘড়ি গর্ভনিরোধক হিসেবে কাজ করবে! যুক্তরাষ্ট্রের জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির একদল গবেষক এমনই এক ধরনের গহনা তৈরি করেছেন। সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের এই গবেষণাটি সম্প্রতি জার্নাল অফ কন্ট্রোল রিলিজে প্রকাশিত হয়েছে। গর্ভনিরোধে কীভাবে কাজ করবে গহনাটি তাও তুলে ধরা হয়েছে ওই গবেষণায়। বিভিন্ন ধরনের গহনা-যেমন, কানের দুল, আংটি, ঘড়িতে গর্ভনিরোধক হরমোনের বিশেষ প্যাচ সংযুক্ত করা হয়েছে। এই হরমোন ত্বকের মধ্য দিয়ে শোষিত হয়ে রক্তে মিশে যাবে।
জর্জিয়া টেকের খবর অনুযায়ী, প্রাথমিক পরীক্ষায় বোঝা গেছে যে গর্ভনিরোধক এই গয়না অবাঞ্ছিত গর্ভধারণ রোধে পর্যাপ্ত পরিমাণে হরমোন সরবরাহ করতে পারে। সংবাদমাধ্যম ফক্স নিউজ জানিয়েছে, এখনো পর্যন্ত এই গহনা মানুষের শরীরে পরীক্ষা করা হয়নি। তবে বিজ্ঞানীরা ফলাফল জানতে শুকর এবং ইঁদুরের ওপর এই গয়নার প্রভাব পরীক্ষা করেছেন। তা মানুষের ওপরও একইভাবে কাজ করবে বলে অনেকটাই নিশ্চিত গবেষকরা।
টি/আ