কিভাবে বুঝবেন আপনার বাচ্চা ঠিকমত খেয়েছে কিনা?

  • তাসফিয়া আমিন
  • জুলাই ৯, ২০১৯

মায়েদের দুঃশ্চিন্তার একটা কারণ হলো বাচ্চার খাওয়াদাওয়া। বাচ্চাকে খাওয়ানোর পরে অধিকাংশ মা-ই বুঝতে পারেন না যে বাচ্চা ঠিকমতো খেয়েছে কিনা। দেখা যায় বাচ্চার পেট ভরে গিয়েছে, কিন্তু তার মা ভাবছে বাচ্চার খাওয়া ঠিকমতো হয়নি, এমতাবস্থায় মা বাচ্চাকে জোর করে খাওয়ানোর চেষ্টা করে এতে বাচ্চা কান্নাকাটি করে এবং খেতে চায়না।

বাচ্চাকে যথাযথ ভাবে খাওয়াতে চাইলে খাওয়ার সময় বাচ্চার প্রতি পূর্ণ মনযোগ দিন, বাচ্চার সাথে গল্প করুন এবং বাচ্চার সাথে আপনিও একসাথে খেতে বসুন। খেতে অনীহা প্রকাশ করলে কখনো বাচ্চাকে জোর করবেন না। বাচ্চাদের পেট ভরে গেলে কিভাবে বুঝবেন? বাচ্চাদের পেট ভরে গেলে বাচ্চারা সাধারণত যেসব করে-

- তাদের মুখ অন্যদিকে সরিয়ে নিবে

- তাদের মুখ শক্ত করে বন্ধ করে রাখবে

- চিৎকার বা কান্নাকাটি করবে

- বাটি বা প্লেট সরিয়ে দিবে বা রেখে দিবে

- মুখে খাবার নিয়ে রেখে দিবে, কিন্তু তা গিলবে না

- মুখ থেকে খাবার ফেলে দিবে।

টি/শা 

Leave a Comment