শিশুকে মায়ের দুধ না খাওয়ালে মায়ের স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ে

  • তাসফিয়া আমিন
  • জুলাই ৯, ২০১৯

জন্মের পর থেকে ৬ মাস পর্যন্ত শিশুকে শুধুমাত্র বুকের দুধ খাওয়াতে হয় সেটা আমরা সবাই জানি। কিন্তু অনেকেই বিভিন্ন কারণে বাচ্চাকে বুকের দুধ দেন না বা দিতে চান না। এতে শিশু যেমন অপুষ্টিতে ভোগে তেমনি মায়েরও অনেক সমস্যা দেখা দেয়। শিশুকে মায়ের দুধ না খাওয়ালে মায়ের যেসব সমস্যা হয়--

১. প্রসব পরবর্তী রক্তক্ষরণ হয় ফলে মায়ের রক্তস্বল্পতা হয়।

২. পূণরায় গর্ভধারণের আশংকা বেড়ে যায়।

৩. মায়ের প্রসব পরবর্তী বিষন্নতায় ভোগার সম্ভাবনা থাকে।

৪. মায়ের সাথে শিশুর দৃঢ় বন্ধন হয়না।

৫. শিশুকে মায়ের দুধ না দিলে মায়ের অতিরিক্ত ওজন বৃদ্ধি হয় এবং স্থুলতা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

৬. স্তন ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে।

৭. ওভারিয়ান ক্যান্সার ও জরায়ুর ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে।

৮. টাইপ-২ ডায়বেটিস হওয়ার সম্ভাবনা থাকে।

৯. পরবর্তীতে মায়েদের উচ্চরক্তচাপ, রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়, হৃদরোগ সহ অন্যান্য অসুখ হওয়ার ঝুঁকি বৃদ্ধি পায়।

টি/শা 

Leave a Comment