স্তনদানকারী মায়ের স্তন ফুলে যাওয়া

  • তাসফিয়া আমিন
  • জুলাই ৯, ২০১৯

প্রাথমিক ভাবে যখন মায়ের স্তনে দুধ আসে তখন যদি শিশুকে সঠিক পদ্ধতিতে ঠিক পজিশনে বারবার দুধ না খাওয়ানো হয় তবে কখনও কখনও স্তনে অতিরিক্ত দুধের প্রবাহের জন্য এই ধরনের সমস্যা দেখা দেয়।

লক্ষণঃ

- স্তনে অতিরিক্ত দুধের জন্য পুরো স্তন ফুলে যায়, লাল, কিছুটা শক্ত এবং চকচকে হয়ে যেতে পারে।

- ব্যথা, অল্প জ্বর থাকবে।

- স্তনের বোঁটা খাটো হয়ে যেতে পারে।

প্রতিকারঃ

১. মাকে বলতে হবে সঠিক নিয়মে বাচ্চাকে দুধ খাওয়াতে হবে, বাচ্চা যতবার এবং যতক্ষণ চায়।

২. মায়ের স্তনের ব্যথা কমানোর জন্য দুধ খাওয়ানোর ফাঁকে ফাঁকে ঠান্ডা পানির সেঁক দিতে হবে। এরপর প্রতিবার খাওয়ানোর আগে দুধ ভালভাবে আসার জন্য হালকা গরম পানিতে তোয়ালে ভিজিয়ে সেই তোয়ালে দিয়ে স্তনে সেক দিতে হবে এবং সঠিক নিয়মে কিছু দুধ চেপে বের করে নিতে হবে। তাতে স্তন কিছুটা নরম হবে এবং এরপরে মা অনায়াসেই শিশুকে দুধ খাওয়াতে পারবেন।

৩. কোনো অবস্থাতেই শিশুকে মায়ের দুধ খাওয়ানো বন্ধ করা বা কমিয়ে দেওয়া যাবেনা। বারেবারে শিশুকে দুধ খাওয়াতে হবে।

টি/শা 

Leave a Comment