মা ঔষধ সেবন করা অবস্থায় বাচ্চা কি মায়ের দুধ খেতে পারবে?

  • তাসফিয়া আমিন
  • আগস্ট ২৪, ২০১৯

প্রশ্নঃ মা কোনো ঔষধ সেবন করা অবস্থায় বাচ্চা কি মায়ের দুধ খেতে পারবে?

উত্তরঃ বেশিরভাগ ঔষধ মায়ের দুধের মধ্য দিয়ে খুবই অল্প পরিমাণে শিশুর শরীরে যায়। এই অল্প ঔষধই শিশুদের প্রভাবিত করে। কিছু কিছু ঔষধ চলাকালীন সময়ে দুধ খাওয়ানো বন্ধ রাখতে হয় যেমনঃ

- ক্যান্সারের ঔষধ

- এন্টিথায়রয়েড ঔষধ

- তেজস্ক্রিয় পদার্থ দ্বারা চিকিৎসা চলাকালীন সময়ে, ইত্যাদি বেশিরভাগ ঘটনায় ঔষধের চেয়ে মায়ের দুধ বন্ধ করে দেওয়া বেশি বিপদজনক হতে পারে। মায়ের ঔষধের কারণে মায়ের দুধ খাওয়ানো বন্ধ করা কদাচিৎ প্রয়োজন হয়।

টি/শা 

Leave a Comment