শিশুর মস্তিষ্কে আঘাত, হতে পারে ভয়ঙ্কর

  • তাসফিয়া আমিন
  • আগস্ট ২৪, ২০১৯

শিশুদের পড়ে গিয়ে বা দূর্ঘটনায় মাথায় আঘাত পাওয়ার ঘটনা প্রায়ই ঘটে। সাধারণত শিশুদের মস্তিষ্কে আঘাত বা মাথায় আঘাত পাওয়ার কারণ হলোঃ

- খাট থেকে ঘুমের সময় অথবা জাগ্রত অবস্থায় পড়ে যাওয়া।

- সাইকেল বা অন্যান্য যানবাহন থেকে পড়ে যাওয়া।

ছুটতে গিয়ে সমবয়সীদের সাথে মাথার সঙ্গে ধাক্কা লেগে অথবা শিশুরা খেলার সময় বা মারামারি করার সময়।

আমরা জানি মস্তিষ্কই দেহের সব কার্যকারিতার উচ্চতম নিয়ন্ত্রণকর্তা। যে কোনো রকম আঘাতেই এই অতি সংবেদনশীল নার্ভকেন্দ্রটির ক্ষতি করতে পারে। শিশুর মস্তিষ্ক ভ্রুন অবস্থা থেকেই তৈরি হয়। সেজন্য গর্ভবতী মায়েদের পেটে আঘাত লাগলে তা গর্ভস্থ সন্তানের মস্তিষ্কের ক্ষতি করতে পারে। সে জন্য গর্ভাবস্থায় মাকে সাবধানে চলাফেরা করতে বলা হয়। মস্তিষ্কের আঘাতের ফলে নানা রকম জটিলতা দেখা দেয়। শিশুরা মাথায় আঘাত পেলে কান্না করে, কিন্তু আবার অনেক সময় জ্ঞান হারিয়ে ফেলে। অনেক সময় শিশুর এপিলেপ্সি দেখা দিতে পারে। মাথায় আঘাত লাগার পর মাথা ঘোরা বমি হওয়া খুবই ক্ষতিকর লক্ষণ। তাই শিশুর মাথায় আঘাত লাগলে দেরি না করে দ্রুত ডাক্তারের শরনাপন্ন হোন।

টি/শা 

Leave a Comment