পুরুষের চর্মরোগ কি?

  • কবিতা আক্তার
  • আগস্ট ২৭, ২০১৯

পুরুষের চর্মরোগ বলতে পুরুষের লিঙ্গ থলিতে অনেক ময়লা বা সাদা হয়ে যাওয়া বা ঘা দেখা দেওয়া,মেডিক্যাল ভাষায় একে বলা হয় চর্মরোগ।

চর্মরোগ প্রতিরোধের উপায় কি?

এই রোগটি সাধারণত অপরিষ্কার থাকার কারণে অথবা অপরিষ্কার থাকার কারণে হয়ে থাকে। অনেকক্ষেত্রে ভিটামিন সি'র অভাবেও এই রোগ হয়। তাই স্বপ্নদোষ হলে সাথে সাথে ধুয়ে পরিষ্কার করা উচিত অথবা প্যান্টের জাঙ্গিয়া নিচে ঘেমে গেলে তা পানি দিয়ে পরিষ্কার করা উচিত। এ রোগ হলে অবশ্যই ভিটামিন সি জাতীয় খাবার বেশি খেতে হবে। যেমন - কমলা বা কমলার তৈরি জুস ট্যাংক বেশি করে খেতে হবে। রোগটা যাদের মাত্রাতিরিক্ত আক্রান্ত করেছে, তাদের ডাক্তারের পরামর্শ নিতে হবে।

কেএস/

Leave a Comment