বৃক্কে বা কিডনিতে পাথর
- কবিতা আক্তার
- সেপ্টেম্বর ১৭, ২০১৯
নানারকম রোগের কারণে বৃক্ক বা কিডনির স্বাভাবিক কাজে বিঘ্ন ঘটে। মানব বৃক্কে ছোট আকারের পাথর জাতীয় পদার্থের সৃষ্টি বৃক্কের পাথর হিসেবে পরিচিত। বৃক্কে পাথর সবারই হতে পারে। তবে দেখা যায় যে মেয়েদের থেকে পুরুষের পাথর হবার সম্ভাবনা বেশি। অতিরিক্ত শারীরিক ওজন, বৃক্কে সংক্রমণ রোগ, কম পানি পান করা, অতিরিক্ত প্রাণিজ আমিষ যেমন মাংস ও ডিম খাওয়া বৃক্কে বা কিডনিতে পাথর হওয়ার কারণ হয়ে থাকে।
কিডনির রোগের লক্ষণগুলো হলো
১। শরীর ফুলে যাওয়া।
২। প্রস্রাবে আমিষ যাওয়া।
৩। রক্ত মিশ্রিত প্রস্রাব হওয়া।
৪। প্রস্রাবে জালা পোড়া করা।
৫। ঘন ঘন প্রস্রাব হওয়া বা প্রস্রাব বন্ধ হওয়া।
প্রাথমিকভাবে বৃক্কে পাথর হলে তেমন সমস্যা ধরা পড়ে না। সমস্যা হয় যখন পাথর প্রস্রাবের নালিতে চলে আসে ও প্রস্রাবে বাধা দেয়। উপসর্গ হিসেবে কোমরের পিছনে ব্যথা করে। অনেকের প্রস্রাবের সাথে রক্ত বের হয়। অনেক সময় কাপুনি দিয়ে জ্বর আসে। বৃক্কের পাথরের চিকিৎসা নির্ভর করে পাথরের আকার ও অবস্থানের উপর। সাধারণত অধিক পানি গ্রহণ ও ঔষধ সেবনে পাথর অপসারণ করা যায়।
কেএস/