গ্যাসটিক আলসার
- কবিতা আক্তার
- অক্টোবর ১, ২০১৯
আলসার হলো পাকস্থলির বা অন্ত্রের প্রদাহ বা ক্ষত। দীঘদিন ধরে খাদগ্রহণে অনিয়ম হলে পাকস্থলিতে অম্লের আধিক্য ঘটে। অনেক দিন ধরে এ অবস্থা চলতে থাকলে পাকস্থলি বা অন্ত্রে ক্ষতের সৃষ্টি হয়, তখন একে গ্যাসটিক আলসার বলে।
এ রোগে পেটের ঠিক মাঝখানে একঘেয়ে ব্যথা অনুভব হয়। খালিপেটে বা অতিরিক্ত তেলজাতীয় খাদ্য খেলে ব্যথা বাড়ে। আলসার মারাত্নক হলে বমি হতে পারে। কখনো কখনো বমি ও মলের সাথে রক্ত বের হয়।
এই রোগ থেকে মুক্তি পেতে হলে নিয়মিত সহজপাচ্য খাদ্য গ্রহণ করা, অধিক তেল ও মশলাযুক্ত খাদ্য পরিহার করা। ফুটানো দুধ, পনির এবং কলা খেলে ভালো উপকার পাওয়া যায়। নিয়মিত খাদ্য গ্রহণ করা এবং কফি, সিগারেট ইত্যাদি উত্তেজক পদার্থ গ্রহণ থেকে বিরত থাকা।
কে/এস