ডায়াবেটিসে ত্বকের যত সমস্যা ও যত্ন

  • কবিতা আক্তার
  • অক্টোবর ২০, ২০১৯

ত্বকের সমস্যা :

ডায়াবেটিস জটিলতায় শরীরের বিভিন্ন অঙ্গ আক্রান্ত হতে পারে, ত্বকও তার ব্যতিক্রম নয়।

- চোখের পাতার প্রদাহ, ফোঁড়া, দেহের যে কোন জায়গায় ফুসকুড়ি, ত্বক ও ত্বকের নিচে প্রদাহ ডায়াবেটিসের জন্য আক্রান্ত হয়।

- ছত্রাকের আক্রমণে ত্বকের ভাঁজে যেমন, স্তনের নিচে চুলকানি বা ফুসকুড়ি হয়।

- রক্তের উচ্চ শর্করা ত্বককে পানিশূন্য করে দেয়। ফলে ত্বক শুষ্ক হয়ে পড়ে, ত্বকে চুলকানি দেখা যায়।

- পায়ের সামনের ত্বকে গোলাকৃতি কালো ছাপ দেখা যায়।

- ত্বকে ঘায়ের সৃষ্টি হয়।

- কারো কারো ইনসুলিনে অ্যালার্জি, ত্বকে মোটা - উঁচু ও পাতলা দেখা যায়।

ত্বকের যত্ন :

- ত্বকে কাঁটা ছেড়া, ঘা দেখা দিলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন।

- কেঁটে গেলে বা আঘাত পেলে দ্রুত সাবান দিয়ে ধুয়ে ফেলুন এবং অ্যান্টিসেপটিক ক্রিম ব্যবহার করুন।

- বছরে দুইবার অন্তত চিকিৎসকের কাছে পা পরীক্ষা করিয়ে নিন। ডায়াবেটিস রোগীদের উপযোগী মোজা, জুতা ব্যবহার করুন।

- নিজে ফুসকুড়ি বা ফোঁড়া ফাটানোর চেষ্টা করবেন না।

- ত্বক ভেজা বা আর্দ্র রাখবেন না।

- গোছল বা ত্বক পরিষ্কার করার জন্য অতিরিক্ত গরম পানি ব্যবহার করবেন না, এতে ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যেতে পারে।

- প্রচুর পানি পান করুন, পানিশূন্যতা এড়িয়ে চলুন। অ্যালকোহল বা ক্যাফেইন জাতীয় খাবার পরিহার করুন।

- সুষম খাবার গ্রহণ করুন।

কে/এস

Leave a Comment