হঠাৎ ফ্যাঁসফ্যাঁসে আওয়াজ কেন হয়?
- কামরুন নাহার স্মৃতি
- অক্টোবর ২২, ২০১৯
যাদের প্রায়ই জোরে কথা বলতে হয়, প্রচুর কথা বলতে হয় তাদের গলা প্রায়ই হঠাৎ বসে যায়, কণ্ঠস্বর বন্ধ হয়ে যায়। ফ্যাঁসফ্যাঁসে আওয়াজ বের হয়।
যখন স্বরতন্ত্রে এমন সমস্যা হয় তখন স্বরতন্ত্র ফুলে যায়। আশেপাশে পানি জমা এবং কখনো ছোট গোটা হতে পারে। কণ্ঠনালীর প্রদাহ, দীর্ঘদিনের কাশি, কাশির সাথে রক্ত বা ওজন হ্রাসে গলা বসে গেলে হতে হবে সাবধান।
সাধারণ গলা ব্যথা হলে এক থেকে দুই সপ্তাহ গলাকে বিশ্রাম দিন। কম কথা বলুন। ফিসফিস করেও কথা বলা যাবে না, এতে আরো বেশি ক্ষতি হবে। নিয়মিত দুইবেলা গরম পানির ভাপ নিন। সমস্যা দীর্ঘস্থায়ী হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
কে/এস