ঘরোয়া উপায়ে স্ট্রেচমার্ক দূর করুন 

  • ওমেন্সকর্নার ডেস্ক 
  • জানুয়ারি ২, ২০১৮

গর্ভকালীন সময় পার করার পর অনেকেই স্ট্রেচমার্ক নিয়ে দুঃশ্চিন্তায় পড়ে যায়। নিজের শরীর দাগমুক্ত দেখতেই সবাই পছন্দ করে। স্ট্রেচমার্ক দূর করার জন্য বাজারে যে ওষুধগুলো পাওয়া যায় সেগুলো বেশ ব্যয়বহুল। 

তাহলে কি আপনি স্ট্রেচমার্ক দূর করতে পারবেন না ? চিন্তার কোনো কারণ নেই। ঘরে বসেই খুব অল্প খরচে এবং অল্প সময়ে কিভাবে স্ট্রেচমার্ক দূর করবেন সেই উপায়গুলো জেনে নিন এক নজরে - 

কোকো বাটার :

কোকো বাটার স্ট্রেচমার্ক নিরসনের জন্য অনেক বেশি সাহায্য করে। আর স্ট্রেচমার্ক যাতে প্রসারিত না হয় সেজন্যেও এটা অনেক কাজ করে। প্রতিদিন কোকো বাটার ব্যবহার করলে দেখবেন যে আপনার স্ট্রেচমার্ক গুলো তো চলেই যাচ্ছে আর সাথে আপনার স্কিন হয়ে উঠছে অনেক বেশি মসৃণ।

অ্যালোভেরা :

ত্বকের যত্নে অ্যালোভেরার জনপ্রিয়তা সর্বদাই অনেক বেশি। ত্বকের যেকোন সমস্যায় দেখা যায় অ্যালোভেরা অনেকবেশি উপকারী। তেমনি স্ট্রেচমার্ক দূর করতে অ্যালোভেরার ভূমিকা অনেক। সুতরাং স্ট্রেচমার্ক দূরীকরণে প্রতিদিন অ্যালোভেরা ব্যবহার করুন।

ভিটামিন ই :

ভিটামিন ই অনেক বেশি উপকারী একটি উপাদান ত্বকের যত্নে এটা আমরা সকলেই জানি। ভিটামিন ই আপনার স্ট্রেচমার্কগুলো নিরসনের দিকে নিয়ে যাবে এবং স্কিনকে এমন করে তুলতে সাহায্য করবে যাতে করে স্ট্রেচমার্ক গুলো বুঝা না যায়। আপনার স্টেচমার্ক সারতে ভিটামিন ই প্রতিদিন ব্যবহার করুন।

ল্যাভেন্ডার অয়েল :

স্ট্রেচমার্ক দূরীকরণে এই এসেনশিয়াল অয়েলটি অনেকদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। দিনে যদি আপনি ২-৩ বার ল্যাভেন্ডার অয়েলটি ব্যবহার করতে পারেন তবে খুব দ্রুত আপনি এটার ফলাফল পাবেন।

স্ট্রেচমার্ক দূর করতে একটি ঘরোয়া প্যাক যা জাদুর মতো কাজ করে। প্যাকটি তৈরী করার প্রক্রিয়া জেনে নিন - 

উপকরণ :

(১) ভিটামিন ই
(২) অ্যালোভেরা- ১/২ কাপ
(৩) অলিভ অয়েল- ১/২ কাপ
(৪) ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল ৩-৪ ফোঁটা

প্রণালী -

সবগুলো উপকরণ একসাথে মিশিয়েই আপনি তৈরি করে ফেলতে পারবেন খুব সহজেই এই ঘরোয়া প্যাকটি। এই প্যাকটি ব্যবহার করলে শুধুমাত্র স্ট্রেচমার্ক যাবে এমন না এরপর যাতে আপনার স্কিনে স্ট্রেচমার্ক না পড়ে সেজন্যে প্রতিষেধক হিসেবেও কাজ করবে এই প্যাকটি।

তথ্য এবং ছবি : গুগল 

Leave a Comment