পুষ্টির অভাবজনিত রোগ
- কবিতা আক্তার
- ফেব্রুয়ারি ৫, ২০২০
গলগন্ড পুষ্টির অভাবজনিত থাইরয়েড গ্রন্থির একটি রোগ। খাবারে আয়োডিনের অভাব থাকলে থাইরয়েড গ্রন্থিটির আয়তন অস্বাভাবিকভাবে বেড়ে গিয়ে গলগন্ডের সৃষ্টি করে। সমুদ্র থেকে দূরে উত্তর বঙ্গ ও পার্বত্য এলাকার মাটিতে আয়োডিন কম থাকায় ঐসব জায়গায় শিশুদের এই রোগ বেশি দেখা যায়।
আয়োডিনের অভাবে থাইরয়েড গ্রন্থি ফুলে যায় অথবা গ্রন্থি দুটির যেকোনো একটি ফুলে যায়। ফলে গলার কিছু অংশ ফুলে নিচের দিকে ঝুলে পড়ে।
রোগের লক্ষণ:
- আলসেমি বা কুড়েমি,
- নিদ্রাহীনতা,
- শুকনো চামড়া,
- ঠান্ডা সহ্য করতে না পারা,
- ছোট শিশুদের মানসিক প্রতিবন্ধকতা,
-পড়াশোনায় অমনোযোগী হওয়া এই রোগের লক্ষণ।
থাইরয়েড গ্রন্থি বেশি ফুলে গেলে রোগীর শ্বাস নিতে কষ্ট হয়। যদি অতি মাত্রায় থাইরক্সিন নামক হরমোন নিঃসরণের ফলে এই রোগ হয়। আয়োডিনযুক্ত খাবার খেলে এই রোগ থেকে মুক্তি পাওয়া যায়।