ঘুম ভালো হওয়ার জন্য খাবার
- কবিতা আক্তার
- ফেব্রুয়ারি ৫, ২০২০
আমাদের শরীর সুস্থ রাখতে হলে প্রতিদিন নিয়মিত ভালো ঘুমের দরকার। আমাদের যদি ঘুম ভালো না হয় তাহলে শরীরে অনেক অসুখ-বিসুখ দেখা দেয়। আর যদি ঘুম ভালো হয় তাহলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পাবে, মস্তিষ্ক সুস্থ থাকবে, হজমশক্তি বৃদ্ধি পাবে, শরীরে কোনো অসুখ-বিসুখ দেখা দিবে না। তাই বলা হয়ে থাকে প্রতিদিন কমপক্ষে ৭ থেকে ৮ ঘন্টা ঘুমোতে হবে।
আবার অনেকের অনিদ্রার কারণে সারারাত ছটফট করতে থাকে কিন্তু ঘুমতে পারে না। যাদের রাতে ভালো ঘুম হয় না তাদের খাবারে কিছুটা পরিবর্তন আনলে ঘুম ভালো হতে পারে।
- রাতের বেলাতে প্রোটিনসমৃদ্ধ খাবার খান যাতে প্রচুর পরিমাণে এমাইনো এসিড থাকে। এর কারণে আপনি রাতে মুরগির মাংস, দুধ, দই জাতীয় খাবার খেতে পারেন।
- সাদা ভাত কিংবা আলু খেতে পারেন।
- খাবার পর চারটা বাদাম খেয়ে নিন। কেননা বাদাম ঘুমের অনতে সহযোগীতা কর। এবং খেলেও অনাক ভালো ঘুম হয়ে থাকে।
- রাতে ঝাল খাবার, ভারী খাবার পরিহার করা উচিত। ঘুমানোর তিন ঘন্টা আগে খাবার খাওয়া শেষ করতে হবে। এছাড়াও মানসিক চাপ না থাকলে ঘুম ভালো হবে।