
বাচ্চাদের শ্বাসনালিতে কিছু আটকে গেলে কি করতে হবে?
- ওমেন্সকর্নার ডেস্ক
- এপ্রিল ১৬, ২০২০
ছোট বাচ্চারা হাতের কাছে যা পায় তাই মুখে দেয়। অনেক সময় একটু অসাবধানবসত অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। বাচ্চার শ্বাসনালিতে কিছু আটকে গেলে বাচ্চার মুখ দিয়ে অতিরিক্ত লালা বের হতে পারে। কাশি থাকলেও জ্বর, সর্দি থাকবে না। সন্দেহ হলে তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে হবে।
বাচ্চার শ্বাসনালিতে কিছু আটকে গেলে আপনি যদি সাথে সাথে বুঝতে পারেন তাহলে সাবধানতার সঙ্গে বের করে ফেলুন। তবে দেখা না গেলে খোঁচাখুঁচি করবেন না। আপনি যদি খোঁচাখুঁচি করেন তাহলে আটকে যাওয়া জিনিসটি আরও ভেতরে ঢুকে যেতে পারে। বাচ্চা যদি কাশতে থাকে তবে তাকে কাশতে দিন। এতে কাশির সঙ্গে আটকে যাওয়া জিনিসটি বের হয়ে আসতে পারে। যদি শ্বাসকষ্ট হয় তবে শিশুর পিঠ চাপড়ে দিন। বাচ্চার বয়স এক বছরের কম হলে আপনি টুল বা চেয়ারের ওপর বসে শিশুকে আপনার কোলের ওপর আড়াআড়িভাবে উপুড় করে শুইয়ে মাথা ঝুলিয়ে দিন।
আরো পড়ুন : প্লাস্টিকের ফিডার, শিশুর জন্য নিরাপদ?
এরপর শিশুর পিঠের মাঝখানে, একটু উপরের দিকে আপনার হাতের তালুর নিচের অংশ দিয়ে জোরে জোরে পাঁচবার চাপড় দিন। কাজ না হলে আবার করতে পারেন। বয়স বেশি হলে শিশুর পেছনে হাঁটু মুড়ে বা সোজা হয়ে দাঁড়ান, শিশুর বগলের নিচ দিয়ে দুই হাত ঢুকিয়ে, জাপটে ধরার ভঙ্গিতে শিশুর পেটের উপরের অংশ বরাবর আপনার হাত রাখুন।
এরপর এক হাত মুষ্টিবদ্ধ করে, শিশুর বুকের সামনে চওড়া হাড়ের নিচে, যেখানে দুই পাশের পাঁজরের শেষের হাড়টি মিলিত হয়েছে সে জায়গায় রাখুন। এবার অন্য হাত দিয়ে এই হাতটির কবজি চেপে ধরুন, দুই হাত দিয়ে উপর এবং ভেতর দিক বরাবর শিশুর পেটে জোরে চাপ দিন। পরপর পাঁচবার চাপ দিন। এতে যদি কাজ না হয় কিংবা শিশুর যদি জ্ঞান না থাকে সে ক্ষেত্রে কাউকে সাহায্যের জন্য ডাকুন। মুখ থেকে মুখে বা নাকে শ্বাস দিন এবং দ্রুত হাসপাতালে নিয়ে যান।
আরো পড়ুন : নবজাতকের নাভীর ইনফেকশন হয়েছে কিভাবে বুঝবেন?
সূত্র : গুগল