স্তন ক্যান্সার কেন হয়? কাদের বেশি হয় এবং অপারেশন সম্পর্কে জানুন!
- কবিতা আক্তার
- জুন ৩, ২০২০
প্রশ্নঃ স্তন ক্যান্সার কেন হয়?
উত্তরঃ স্তনের কিছু কোষ অস্বাভাবিকভাবে বেড়ে উঠলে স্তন ক্যান্সার হয়।
প্রশ্নঃ স্তন ক্যান্সার কাদের বেশি হয়ে থাকে?
উত্তরঃ যাদের স্তন ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি তারা হলেন:
পুরুষের চেয়ে নারীদের স্তন ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। ৬০ বছর বয়সের বেশি মহিলাদের একটি স্তনে ক্যান্সার হলে অপরটিও আক্রান্ত হতে পারে। মা, বোন অথবা মেয়ের স্তন ক্যান্সার থাকলে জীনগত কারণে রশ্মির বিচ্ছুরণ থেকে অস্বাভাবিক মোটা হলে, অল্প বয়সে মাসিক হলে বেশি বয়সে মনোপোজ হলে বেশি বয়সে প্রথম বাচ্চা নিলে।
আরো পড়ুন : ঠান্ডা চা আবার গরম করছেন? জানেন এর ক্ষতিকর দিক সম্পর্কে?
মহিলারা যারা হরমোন থেরাপি নেন এবং মদ পান করেন তাদের স্তনে ক্যান্সারের ঝুকি বেশি থাকে।
প্তশ্নঃ স্তন ক্যান্সারে কি ধরনের অপারেশন প্রয়োজন?
উত্তরঃ স্তন ক্যান্সারের জন্য সাধারন যে অপারেশনগুলো করা প্রয়োজন:
-ল্যাম্পপেকটমি
-ম্যাসটকটমি
-সেন্টিনাল নোড বায়োপসি
-অক্সিলারি লিম্ফ নোড ডিসেকশন